মোফাজ্জল হোসেন টিপু, নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদিশপুর এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী আবুল বাশারকে (২৪) ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার জীরতলী ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশের অভিযানে টিকতে না পেরে সন্ত্রাসীরা শনিবার সকালে ঠিকাদার ব্যবসায়ী আবুল বাশারকে জীরতলী ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে হাত পা বাধা অবস্থায় ফেলে যায়।
স্থানীয়রা তাকে দেখে পুলিশে খবর দিলে পুলিশ বাশার কে উদ্ধার করে বেগমগঞ্জ মডেল থানায় নিয়ে আসে। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বিভিন্ন গণ মাধ্যমে সংবাদ প্রচারের পর বিষয়টি পুলিশ আমলে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এবং পুলিশের প্রয়োজনীয় বিভিন্ন প্রযুক্তি ব্যাবহার করে জেলা জুড়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসী ফরহাদ, রুবেলের পিতা নবী ভান্ডারী ও আত্মীয় আবদুল্যাহকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপহরণের মামলা দায়ের করা হয়। সেই সাথে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে উদ্ধার হওয়ার পর পুলিশ হেফাজতে থাকা আবুল বাশার সাংবাদিকদের জানান, জগদিশপুর গ্রামের আমির হোসেনের ছেলে রুবেল, মানিকে ছেলে জনি, আবুল হোসেনের ছেলে ফরহাদ ও সন্ত্রাসী নাছিরের নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী অস্ত্রের মুখে তাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর সন্ত্রাসীরা ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। পরে পুলিশের অভিযানের মুখে শনিবার সকাল ১০ টার দিকে একটি মোটর সাইকেলে বাংলা বাজারের রাজগঞ্জ সড়কে তার হাত পা বেধে ফেলে চলে যায়। মুক্ত হলেও তিনি ও তার পরিবারের সদস্যরা এখনো নিরাপত্তাহীন বলে দাবী করেন।