শুক্রবার ছবির বিয়ে!

1674আগামী শুক্রবার বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন অভিনেত্রী ফারজানা ছবি। আজ সারাদিন পরিবার-পরিজন নিয়ে গায়ে হলুদে ব্যস্ত সময় যা্চ্ছে তার। কোন নাটকের দৃশ্যে নয়, এবার সত্যি সত্যি কনে সাজতে চলেছেন অভিনেত্রী ছবি।

ছবির পারিবারিক সূত্রে জানা গেছে, অনেক দিনের পুরনো বন্ধুকে তম্ময়কেই বিয়ে করতে যাচ্ছেন ছবি। তন্ময় আর ছবি সেই স্কুল জীবন থেকেই একসঙ্গে পড়াশুনা করেছেন। দুই পরিবারের সম্মতিতে পারিবারিভাবেই এ বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ছবির হবু বর তন্ময় সরকার বর্তমানে সরকারী কমার্স কলেজের এসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত।

ছবি জানিয়েছেন, আগামী ৯ মে ঢাকার ফ্যালকন টাওয়ারে তন্ময়ের সঙ্গে ছবির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরই মধ্যে কাছের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের দাওয়াত দেয়ার কাজ শেষ হয়ে গেছে। বাবা না থাকায় মাকে নিয়েই বিয়ের সমস্ত কাজ শেষ করতে হচ্ছে।

আব্দুল্লাহ আল মামুনের ‘চিঠি’ নাটকে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন অভিনেত্রী ফারজানা ছবি। এরপর প্রতিভার দ্যুতি ছড়িয়েছেন মাতিয়া বানু শুকু’র প্রজ্ঞা পারমিতা, মাইনুল হাসান খোকনের জীবন সংসার, রাজু খানের মা, মোহন খানের নীড় খোঁজে গাঙচিল, শহীদুজ্জামান সেলিমের ডিবি, মনতাজুর রহমান আকবরের পাখি ও মানুষেরা, ফজলুল হকের দশ বছর পরে, শাহাদাত হোসেন সুজনের ‘শোধ’ ও আহসানুল হক সেলিমের ‘শুভযাত্রা’তে অভিনয় করে। নতুন জীবনে প্রবেশের আগে সবার কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী ছবি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *