নির্বাচনের আগে ও নির্বাচন-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে যেসব গুম-খুনের ঘটনা ঘটেছে, এর সার্বিক চিত্র বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে তুলে ধরেছে প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি। তারা গুম-খুনের শিকার ব্যক্তিদের একটি তালিকাও দিয়েছে কূটনীতিকদের।
আজ বিকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে কুটনীতিকদের সঙ্গে বিএনপির এই বৈঠক হয়।
বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, “গতানুগতিক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা সব বিষয় নিয়ে আলোচনা করেছি।”
জানা গেছে, বিএনপির পক্ষ থেকে নির্বাচনের আগে ও পরে দলের গুম-খুন হওয়া নেতাকর্মীদের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিসংখ্যানসহ জীবনবৃত্তান্ত কূটনীতিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, রিয়াজ রহমান, এনাম আহমেদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, খালেদা জিয়ার মধ্যপ্রাচ্যবিষয়ক দূত মাওলানা এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য জেবা খান, সাংবাদিক শফিক রেহমান।
কূটনীতিকদের মধ্যে উপস্থি ছিলেন সিঙ্গাপুর, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, তুরস্ক, জাপান, কানাডা, ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়ন, নেপাল, পাকিস্তানের প্রতিনিধি ও রাষ্ট্রদূতরা।