১৪ মে সারাদেশে ডাক্তারদের এক ঘণ্টা কর্মবিরতি

doctor-strikeডেস্ক রিপোর্ট : চিকিৎসক নির্যাতনের প্রতিবাদে আগামী ১৪ মে সারাদেশে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টা কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
সোমবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের মহাসচিব ইকবাল আর্সলান।
তিনি জানান, দেশব্যাপী চিকিৎসক নির্যাতনের প্রতিবাদে চার দফা কর্মসূচি পালন করবে বিএমএ। এ চার দফা কর্মসূচি হলো- ১৪ মে সকল চিকিৎসা প্রতিষ্ঠানে কালোব্যাজ ধারণ, ওই দিন রাজধানীর শাহবাগ চত্বরে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন, মানববন্ধন চলাকালে দেশব্যাপী চিকিৎসকদের এক ঘণ্টার কর্মবিরতি। তবে এসময় জরুরি চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত থাকবে। আর পরের দিন ১৫ মে সকল বিশেষজ্ঞ চিকিৎসকের প্রাইভেট চেম্বারে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে।
কর্মসূচি ঘোষণার সময় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমএ’র সভাপতি ডা. মাহমুদ হাসান, সহ-সভাপতি অধ্যাপক কামরুল হাসান খান, যুগ্ম-মহাসচিব এমএ আজিজ প্রমুখ। বিএমএ’ মহাসচিব ইকবাল আর্সলান অভিযোগ করেন, দেশে গত ছয় মাসের চিত্র দেখলে বোঝা ‍যায়, চিকিৎসক নির্যাতনসহ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে এ বিশৃক্সখল পরিস্থিতি সৃষ্টির পেছনে কোনো বিশেষ চক্র কাজ করছে।
তিনি জানান, স‍াম্প্রতিক বিশৃক্সখলায় এখন পর্যন্ত ২২টি হামলা ও মামলা দায়েরের ঘটনা ঘটেছে। বিএমএ নেতা জানান, সংগঠনের এই কর্মসূচি ঘোষণার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডাক্তাররা তাদের ৪৮ ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করবেন।
ইকবাল আর্সলান বলেন, যদি বিএমএ’র এ কর্মসূচি ঘোষণার পরও তারা কর্মসূচি তুলে না নেয় তবে তাদের বিরুদ্ধে প্রযোজনীয় পদক্ষেপ নেবে বিএমএ।
শনিবার রাতে চাঁনখারপুলে তিন ইন্টার্ন ডাক্তারের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে রোববার দুপুর ১২টা থেকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে কর্মবিরতি পালন করছেন ঢামেকের ইন্টার্ন ডাক্তাররা। বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *