সন্ধ্যা হলেই সোনাগাজী-ফেনী সড়কে বেড়ে যায় সিএনজি অটোরিক্সার ভাড়া

Ajker-Somoy-digital-logoফেনী সড়কটি ফেনী জেলার ব্যাস্ততম একটি সড়ক।এই
সড়কে যাএী বহনের জন্য বাস,হিউম্যান হলার ইত্যাদি থাকলেও
অধিকাংশ যাএীর কাছে প্রিয় বাহন হচ্ছে সিএনজি চালিত
অটোরিক্সা। সোনাগাজী টু ফেনী বাসের ভাড়া ১৮ টাকা,হিউম্যান হলার
(উপকূল সার্ভিস) ভাড়া ২০টাকা এবং সিএনজি চালিত
অটোরিক্সার ভাড়া ৩০টাকা।বাস ও হিউম্যান হলার
থেকে সিএনজি অটোরিক্সার ভাড়া বেশি হলেও চালকদের
পোশায় না।দিনে সোনাগাজী টু ফেনী অথবা ফেনী টু
সোনাগাজী সিএনজি অটোরিক্সার ভাড়া ৩০টাকা হলেও সন্ধা হলেই ভাড়ার পরিমান বাড়তে থাকে,রাত হলেই ভাড়ার
পরিমান বেড়ে দাড়ায় ৪০-৫০টাকা
সরেজমিনে গিয়ে দেখা যায় সন্ধার পর থেকে চালকরা যে যার মত
ভাড়া হাকিয়ে যাএীদের হয়রানি করছে। সাইফুল ইসলাম রিজবী নামের সোনাগাজী পৌরসভার এক
যাএী জানান,আমি ফেনী পলিটেকনিক ইনষ্টিটিউটে পড়ি আমার
ক্লাস শেষ হয় সন্ধার দিকে তখন
বাড়ি যেতে হলে আমাকে সিএনজি অটোরিক্সাতে করে যেতে হয়,কারন
সন্ধার পরে বাস ও হিউম্যান হলার(উপকুল সার্ভিস) তেমন
একটা পাওয়া যায় না আর এ সুযোগেই সিএনজি অটোরিক্সার চালকরা আমাদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে। মতিগঞ্জের ব্যাংকার আবুবকর
জানান,আমি ব্যাংকে চাকুরি করি প্রতিদিন ব্যাংক থেকে বের
হতে প্রায় ৮টা বেজে যায়,তখন
সোনাগাজী যেতে হলে সিএনজি অটোরিক্সার জন্য ট্রাংক
রোডের নবী হোটেলের সামনে আসতে হয়।
সোনাগাজী যাবে কি না সিএনজি অটোরিক্সার চালকদের জিজ্ঞেস করলে বলে ৪০-৫০ টাকা লাগবে প্রায় প্রতিদিনই
এরকম ঘটনা ঘটে।বাধ্য হয়ে নিরুপায় হয়ে ৪০-৫০ টাকায় প্রতিদিন
সোনাগাজী আসতে হয়।

মোতাহের হোসেন ইমরান, সোনাগাজী উপজেলা, ফেনী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *