প্রভার কারনে নিশোর সংসারে আগুন লেগেছে। জুটি বেঁধে তার সঙ্গে বিভিন্ন নাটকে অভিনয় করার সুযোগে পরকীয়া করে বেড়াচ্ছেন মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এ খবর শোনার পর নিশোর স্ত্রী খোঁজখবর নেয়া শুরু করে যে তারা কোথায় যায়, কী করে। এটা প্রভার বাস্তব জীবনের কোনো ঘটনা নয়।
আলভী আহমেদ পরিচালিত ‘নেশা লাগা ঘোর’ নামের একটি নাটকে তাকে এমন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এ নাটকে প্রভার কারনে নিশোর সংসারে ঝামেলার সৃষ্টি হয়। আর প্রভাকে কেন্দ্র করেই নাটকটির কাহীনি এগিয়ে চলে।