কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, নারায়ণগঞ্জে একের পর এক খুন গুম এই জেলার মানুষের ঘুম কেড়ে নিয়েছে। অসুস্থ রাজনীতি নারায়ণগঞ্জকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। এই অপ রাজনীতি দূর করতে হবে।
আজ রাতে শহরের টানবাজার এলাকাতে সাহারা ফাউন্ডেশন নামের একটি অরাজনৈতিক সংগঠনের মিলনায়তনে দলের নারায়ণগঞ্জ জেলা শাখার কর্মী সভায় এ কথা বলেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জ থেকে অসুস্থ রাজনীতি দূর করতে কৃষক শ্রমিক জনতা লীগ নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে অচিরেই দলের প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, সালাউদ্দিন আহমেদ, আবু বকর সিদ্দিকী প্রমুখ বক্তব্য দেন।
গত ৩০ এপ্রিল দশম সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় জয় পাওয়া নাসিম ওসমানের মৃত্যুতে নারায়ণগঞ্জ-৫ আসনটি শূন্য হয়ে যায়। এর আগে ১৯৮৬, ১৯৮৮, ২০০৮ সালে জাতীয় পার্টির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।