একরাম হত্যা মামলার আসামি বেলাল ৫ দিনের রিমান্ডে

ekram_swadeshnews24

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরাম হত্যা মামলায় গ্রেফতারকৃত আনন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বেলাল উদ্দিনকে (৪৫) পাঁচদিনের রিমান্ড দিয়েছেন আদালত। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবুল কালাম আজাদ বৃহস্পতিবার রাত ৯টায় ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খাইরুল আমিনের আদালতে বেলালকে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় এ তথ্য নিশ্চিত করেন। 

ওসি আবুল কালাম আজাদ জানান, বুধবার দিনগত রাত ৩টার দিকে একরামুল হক একরাম (৪৭) হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী বেলালকে গ্রেফতার করে খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তাকে ফেনী থানার অধীনে ফেনী পুলিশ লাইনে হস্তান্তর করা হয়। 

২০ মে একরামকে গুলি করে হত্যার পর তার মাইক্রোবাসসহ লাশ আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *