‘অবৈধ সরকারের বাজেটও অবৈধ’

NF-06-06-14-pic-swadeshnews24সাবেক উপ-প্রধানমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, "অবৈধ পিতার সন্তান যেমন অবৈধ হয়, তেমনি অবৈধ সরকারের এই বাজেটও অবৈধ।"

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক ফোরাম আয়োজিত 'নরেন্দ্র মোদির নতুন সরকার : বাংলাদেশ-ভারত সম্পর্ক কেমন হওয়া উচিত' শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, "তিনি (প্রধানমন্ত্রী) সংসদে যেভাবে চোখ রাঙ্গিয়ে কথা বলেন এটা তার চোখ রাঙ্গানো নয়, এটা ভারতের চোখ রাঙ্গানো কথা।"

আওয়ামী লীগের সহকারী সাধারণ সম্পাদক মাহবুব-উল আলমের বক্তব্য তুলে ধরে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, "তার কথায় বেগম জিয়া যদি জিয়াউর রহমান হত্যায় বেনিফিসারী হয়ে থাকে তাহলে বঙ্গবন্ধু হত্যায় হাসিনা ওয়াজেদ বেনিফিসারী নয় কি?

জেল হত্যায় নিহত জাতীয় ৪ নেতার কথা উল্লেখ করে তিনি বলেন, "যদি তারা জীবিত থাকতেন তাহলে হাসিনা ওয়াজেদ আজ কি ক্ষমতায় থাকতেন?"

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসররু মাহমুদ চৌধুরী বলেছেন, "বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার তাদের অতীতের সরকারের কলংকের বোঝা বইবে কিনা এটা তাদের সিদ্ধান্ত নিতে হবে।"

তিনি আরো বলেন, "এই অঞ্চলে বাংলাদেশ ব্যতীত সার্কের সব দেশে গণতান্ত্রিক সরকার রয়েছে। সার্কের মধ্যে বাংলাদেশ হচ্ছে একমাত্র অগণতান্ত্রিক দেশ। যেখানে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে একটি দল ক্ষমতা দখল করে আছে। এই অগণতান্ত্রিক সরকারকে ভারতের মোদি সরকার সহযোগিতা করবে কিনা এটা ভাববার বিষয়।"

তিনি বলেন, "বিশ্বের সব গণতন্ত্রকামী দেশগুলো ৫ জানুয়ারির নির্বাচনের বিরোধিতা করেছে। এ নির্বাচন নিয়ে ভারতের সাথে ওই দেশগুলোর সম্পর্কে টানাপোড়েন হয়েছে।"

আমীর খসরু বলেন, "সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ভারতে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। অথচ মোদির আগের সরকার বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে দেয়নি।"

তিনি বলেন, "আজকে জাতি হিসেবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের অর্থনীতি, পররাষ্ট্রনীতি কি হবে। ৫ জানুয়ারির নির্বাচনের আগে যদি তাদের কিছুটা জনসমর্থন থেকে থাকে নির্বাচনের পর সেটাও তাদের নাই।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, "একটি অবৈধ সরকার তথাকথিত বাজেট পেশ করেছে। আমরা এই অবৈধ বাজেট প্রত্যাখ্যান করছি।"

জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেন, "দেশ হিসেবে ছোট হতে পারি, কিন্তু জাতি হিসেবে আমরা ছোট নই। আমরা ভারতের সাথে যুদ্ধ চাই না কিন্তু ভারতের দাসত্ব আমরা মেনে নেব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *