এবার দাঁড়িয়ে যাবেন শুভ

26960_e6মিডিয়ায় আসার সময় থেকেই সিনেমায় অভিনয়ের ইচ্ছা ছিল তার। সেই লক্ষ্যেই প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করেন ‘জাগো’ ছবিতে। সে সময়ে তাকে দেখে অনেকেই বলেছেন, ছেলেটির অন্য একটি লুক আছে। তাকে নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব। কিন্তু কেউ তাকে তখন পৃষ্ঠপোশকতা করতে এগিয়ে আসেনি। তখন কেউ তার পিছনে কোটি টাকা লগ্নি করতে। বলা হচ্ছে, সময়ের চাহিদাসম্পন্ন নায়ক আরেফিন শুভ’র কথা। অনেক প্রযোজক-পরিচালকের সঙ্গেই বসেছেন তিনি। পিছনেও ঘুরেছেন। কিন্তু একটা সময় সবাই পিছিয়ে গেছেন। তাকে নিয়ে কেউ ছবি নির্মাণের উদ্যোগ নেননি। এসব ভেবে শুভ ভেঙে পড়েন। নাটক ও মডেলিংয়ের মধ্য দিয়েই দিন কাটাতে থাকেন। ঠিক এমন সময়ে তার পাশে এসে দাঁড়ান টেলিভিশন নাটকের জনপ্রিয় পরিচালক ও ‘প্রজাপতি’ খ্যাত চলচ্চিত্র পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। শুভকে নায়ক করে পূর্ণিমাকে বিপরীতে রেখে তিনি নির্মাণ করেন ‘ছায়া-ছবি’। শুভ-পূর্ণিমার এই জুটি সে সময়ের সর্বাধিক আলেচিত জুটি হয়ে ওঠে। ছবি মুক্তি না হলেও এরই মধ্যে ছবির গানে তাদের জুটির প্রশংসা করেছেন সবাই। আর শুভকে নিয়ে কয়েকজন নির্মাতা ছবি নির্মাণে আবারও আগ্রহ দেখান। এদের মধ্যে উল্লেখযোগ্য দেবাশিষ বিশ্বাস ও সাফিউদ্দিন সাফি। তারা শুভকে নিয়ে নির্মাণ করেন যথাক্রমে ‘ভালোবাসা জিন্দাবাদ’ ও ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’। ছবি দুটিতে শুভর নায়িকা যথাক্রমে আইরিন ও জয়া আহসান। দুটি ছবিতেই শুভর অভিনয় বেশ প্রশংসা পায়। এবার এরই মধ্যে শুভকে নিয়ে ইফতেখার চৌধুরী নির্মাণ করেন ‘অগ্নি’। এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন মাহি। তবে ছবিতে শুভ’র উপস্থিতি ছিল বেশ গ্রহণযোগ্য। দর্শকরা মাহির পাশাপাশি তাকেও সাদরে গ্রহণ করে নেন। শুভ বলেন, এই ছবিগুলো দিয়েই আমার পথ খুলেছে। অনেক কিছু শিখেছি ছবিগুলোতে অভিনয় করে। আর সেই শিক্ষা নিয়েই এখন যেসব ছবিতে কাজ করছি সেগুলোতে ফাটিয়ে দেবো ইনশাল্লাহ। ইতিমধ্যেই শুভ অভিনীত ‘কিস্তিমাত’ ছবির ট্রেলরের প্রশংসা শোনা গেছে। অ্যাকশন কেন্দ্রিক এ ছবির মধ্য দিয়ে দর্শক শুভকে লুফে নেবেন বলে অনেকের ধারণা। ছবিটি পরিচালনা করছেন আশিক রহমান। এ ছবিতে আরও অভিনয়ে আছেন আঁচল, মিশা সওদাগরসহ অনেকে। অন্যদিকে এ সপ্তাহেই মুক্তি পাওয়া মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘তারকাঁটা’ ছবিটিতে দারুণ দেখিয়েছেন শুভ- ছবিটি দেখার পর এমনটাই দর্শকরা বলছেন। ছবিতে শুভর অভিনয় সবার দৃষ্টি কেড়েছে। শুভ বলেন, আমি আসলেই কৃতজ্ঞ এসব পরিচালক ও প্রযোজকের কাছে। বিশেষ করে সমসাময়িক ও তরুণ নির্মাতাদের কাছে। তাদের সাহস আমাকে সত্যিই অবাক করেছে। সেই সঙ্গে আমিও সেই সাহসের সঙ্গে একাত্ম হয়ে চলতে চাই। ‘কিস্তিমাত’ ও ‘তারকাঁটা’ ছবি দুটি আমার তেমনি সাহসীকতার ফসল। আর তাইতো চলচ্চিত্র বোদ্ধারা ধারণা করছেন, ‘তারকাঁটা’ ও ‘কিস্তিমাত’ এই দুটি ছবির গল্প যেহেতু শুভকে কেন্দ্র করে এবং ছবি দুটিতে এরই মধ্যে তার অন্য একটি লুক দেখা গেছে, তাতে আশা করা যায় এবার শুভ দাঁড়িয়ে যাবেন। এদিকে শুভ বর্তমানে শুটিং করছেন শিহাব শাহীনের পরিচালনায় একটি ছবির। এ ছবিতে তার নায়িকা মম। এছাড়া শুভ অভিনীত মুক্তি অপেক্ষায় আছে শাহাদাত হোসেন লিটনের পরিচালনায় একটি ছবি। এ ছবিতে শুভ’র নায়িকা তমা মির্জা। এছাড়া শুভ চলতি বছরে আরও চারটি ছবির সিডিউল চূড়ান্ত করে রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *