ইউরোপের দেশ কসোভোয় রোববার আগাম নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৭ টায় কসোভো জুড়ে এ ভোটগ্রহণ শুরু হয়। তবে সবার দৃষ্টি উত্তরাঞ্চলীয় সার্ব সংখ্যালঘুদের দিকে। কারণ সার্বিয়া থেকে বেরিয়ে আসার পর এই প্রথম তারা ভোট দিচ্ছে।
এক লাখ বিশ হাজার জনসংখ্যার এ সম্প্রদায়ের কাছ থেকে বেশি ভোট পেলে বর্তমান প্রধানমন্ত্রী হাশিম থাচির ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়ার স্বপ্ন পূরণ হবে বলে আশা করা হচ্ছে।
কসোভোয় তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হতে চাওয়া থাচিকে (৪৬) মন্থর অর্থনীতি ও উচ্চ বেকারত্বের কারণে ভোটারদের ক্ষোভও মোকাবেলা করতে হচ্ছে। যদিও ছয় বছর আগে দেশটি স্বাধীনতার পাওয়ার পর থেকে রাজনীতির মূল নিয়ন্ত্রক থাচি।
উল্লেখ্য, ইউরোপের মধ্যে কসোভোর জনগণের জীবনমান সবচেয়ে নিচু। তাদের মাসিক গড় মজুরি ৪৭৬ মার্কিন ডলার। দেশের জনগণের অর্ধেকই দরিদ্র এবং ১২ শতাংশ হতদরিদ্র। কসোভো পরিসংখ্যান ব্যুরোর হিসেবে দেশটির ৩৫ থেকে ৫৫ শতাংশ তরুণ বেকার।