প্রায় এক বছর পর আবার অ্যালবামে ফিরছেন নবীন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফ। চলতি সপ্তাহে বাজারে আসছে তার মিক্সড অ্যালবাম ‘তৌসিফ ফিচারিং ভলিউম-১’। ৯টি ভিন্নধর্মী গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এতে গান গেয়েছেন তৌসিফ, কাজী শুভ, নাওমী, লুৎফর হাসান, ইলিয়াস হোসাইন, শাহেদ, আদনান, ফারাবী, স্বরলিপি ও মুকুল জামিল। গানগুলোর কথা লিখেছেন শেখ সুমন এমদাদ, রেজাউর রহমান রিজভী, সুদীপ কুমার দ্বীপ, তৌসিফ, ওমর ফারুক এবং বোরহান বিশ্বাস। এ প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘প্রায় এক বছর আগে আমার সর্বশেষ একক বাজারে এসেছিল। এরপর আমি আর কোনো একক কিংবা মিক্সড অ্যালবামে কাজ করিনি। বেশ ক্ষাণিকটা বিরতি নিয়ে নতুন অ্যালবামটি বাজারে ছাড়ছি। আশা করি, এর গানগুলো শ্রোতাদের আকৃষ্ট করবে।’ তৌসিফ আরো বলেন, এখন থেকে নিয়মিত মিক্সড অ্যালবাম করার পরিকল্পনা রয়েছে। আর এর প্রতিটা গানেই ভিন্নতা রাখার চেষ্টা করব। বিশেষ করে নবীন প্রজন্মের শ্রোতাদের চাহিদার বিষয়টি লক্ষ রেখেই এর সুর-সঙ্গীতায়োজন করা হবে।