মঞ্চে ফিরছেন অপি

নিজস্ব প্রতিবেদক
রক্তকরবী নন্দিনী হয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অপি করিম। টিভিনাটকে ব্যস্ততার কারণে এ অভিনেত্রী মঞ্চে এখন অনিয়মিত। আবার মঞ্চে ফিরছেন তিনি। নাগরিক নাট্য সম্প্রদায়ের নতুন একটি নাটকে কাজ করতে যাচ্ছেন অপি করিম। পাকিস্তানি লেখক সাদাত্ হাসান মন্টোর তিনটি ছোটগল্প নিয়ে তৈরি হচ্ছে নাটকটি। বর্তমানে এর মহড়া চলছে। নাটকটির নির্দেশনা দিচ্ছেন ভারতের ঊষা গাঙ্গুলী। আগামী ২৬ জুন এর প্রদর্শনী হবে বলে জানা গেছে। অপি ছাড়াও এ নাটকে দুয়েকজন সিনিয়র অভিনয় শিল্পীকে দেখা যাবে। অপি করিম বলেন, ‘বিদেশে পড়াশোনা, সংসারসহ নানা কারণে মঞ্চে কাজ করতে পারিনি। টিভিনাটকে অভিনয়ের পাশাপাশি মঞ্চেও কাজ করব বলে আশা করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *