আড়ালে পূর্ণিমা

27429_e1কন্যা সন্তানের মা হওয়ার পর থেকেই চিত্রনায়িকা পূর্ণিমার মন ভাল থাকছে না। জন্মের সময় কন্যার ওজম কম থাকা নিয়ে খুব টেনশনে কেটেছে কয়েকটা দিন। এখন প্রচ- গরমের কারণে নানা রকম সমস্যায় ভুগছে পূর্ণিমার নাড়িছেঁড়া ধন। এ নিয়ে প্রথম মা হওয়া পূর্ণিমার মন সবসময়ই খারাপ থাকছে। এতোটাই খারাপ থাকছে যে, নিজের ঘর থেকেই বের হন না তিনি। প্রয়োজন ছাড়া কারও সঙ্গে কথা বলেন না। এমনকি তার মা-বোনের সঙ্গেও সম্পর্ক তেমন ভাল যাচ্ছে না। নিজেকে আড়াল করে রাখছেন। অনেকেই ধারণা করেছিলেন মা হওয়ার পর পূর্ণিমা ঈদের জন্য ছোটপর্দায় কিছু কাজ করবেন। কিন্তু পূর্ণিমা সেটাও পারছেন না। নিজেকে আড়াল করে রাখছেন। মুঠোফোনটাও নিজের প্রয়োজন ছাড়া ব্যবহার করেন না।
পূর্ণিমার সঙ্গে যোগাযোগেরও কোন সুযোগ নেই কারোর। নিজেকে এভাবে আড়াল করার পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে এমন প্রশ্ন তার এক সময়ের ঘনিষ্ঠজনদের। কারণ, পূর্ণিমা মা হওয়ার পূর্বে জানিয়েছিলেন, সন্তানের আকিকা করবেন সবাইকে দাওয়াত দিয়ে। সুন্দর একটা নাম রেখে সবাইকে জানান দেবেন। কিন্তু কিছুই তিনি এখন পর্যন্ত করতে পারেননি। 
পূর্ণিমার মা নাতনীকে ‘জানু’ বলে ডাকেন। এর বাইরে আর কোন নাম রাখা হয়েছে কিনা তা নানী নিজেও নিশ্চিত করতে পারলেন না। আকিকা কবে হবে, কোথায় হবে, ঢাকায় না চট্টগ্রামে- এগুলোও নিশ্চিত হয়নি। হয়ে গেলেও সেটা কেন গোপন রাখা হলো কিছুই জানা যায়নি। পূর্ণিমার সত্যিই মন খারাপ নাকি মন খারাপের অভিনয় করে নিজেকে সবার কাছ থেকে দূরে রাখতে চাইছেন এমন প্রশ্ন এখন পুরো চলচ্চিত্রের। উত্তর জানতে পূর্ণিমার মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটা আর ব্যবহৃত হচ্ছে না বলে অপর প্রান্ত থেকে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *