আঁচল ও শাহরিয়াজ প্রথমবারের মতো একসঙ্গে একটি ছবিতে অভিনয় করছেন। শাহেদ চৌধুরী পরিচালিত ছবির নাম ‘আড়াল’। আঁচল বলেন, আমি সময়ের সব নায়কের সঙ্গেই অভিনয় করছি। শাকিব খান, বাপ্পী, সাইমন, ইমন এসব নায়কের পর এবার শাহরিয়াজের সঙ্গে অভিনয় করছি। আশা করছি বেশ ভালই হবে। আঁচল ছাড়াও এ ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করবেন আইটেম গার্লখ্যাত বিপাশা। এছাড়া আরও অভিনয় করবেন আলীরাজ, মিজু আহমেদ, ইলিয়াস কোবরা প্রমুখ। ছবিতে গান মোট পাঁচটি। গানের কথা লিখেছেন মিল্টন খন্দকার, সুদীপ কুমার দীপ ও সোলায়মান বাদশা। সুর ও সংগীতায়োজন করেছেন রবীন ইসলাম। গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, পড়শী, বেবী নাজনীন, মুন, আসিফ আকবর ও রিংকু। অ্যাকশন থ্রিলারধর্মী ছবিটি প্রযোজনা করেছে ত্রিভুজ চলচ্চিত্র। তিন লটে ছবির শুটিং হওয়ার কথা। প্রথম লটে হয়েছে ১-১০ই জুন, দ্বিতীয় লটে হবে ১-২০ই জুলাই এবং শেষ লটে ২০-৩১শে আগস্ট শুটিং হবে। ঢাকা, বান্দারবান, নরসিংদীসহ দেশের বিভিন্ন মনোরম লোকেশনে ছবির দৃশ্যায়ন হবে। উল্লেখ্য, শাহরিয়াজ অভিনীত ছবি মুক্তির অপেক্ষায় আছে ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘আমার মনজুড়ে তুই’। এ ছবিতে তার নায়িকা হিসেবে অভিনয়ে আছেন অমৃতা ও পরীমনি। অন্যদিকে গত সপ্তাহে আঁচল অভিনীত ‘ফাঁদ’ ছবিটি মুক্তি পেয়েছে