শেষ পর্যন্ত ব্রাজিল বিশ্বকাপ ফুটবল ২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন মার্কিন পপ শিল্পী জেনিফার লোপেজ। লোপেজের প্রতিনিধির বরাত দিয়ে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে।
ফিফার বিবৃতিতে বলা হয়েছে, “ফিফা ও স্থানীয় আয়োজক কমিটি আনন্দের সাথে জানাচ্ছে যে, বিশ্বের বিখ্যাত সঙ্গীত তারকারা আমাদের এ জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।”
রোববার এক ঘোষণায় ফিফা জানিয়েছিল, লোপেজ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না। ফলে অনেকেই ধরে নিয়েছিলেন সম্প্রতি প্রেমিক ক্যাসপার স্মার্টের সাথে সম্পর্ক ভেঙে যাওয়ায় এবং শাকিরার ‘লা লা লা’ বেশি জনপ্রিয় হওয়ায় হতাশা থেকে হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু ৪৪ বছর বয়সী এই পপতারকা সব সংশয় দূর করে জানালেন, ব্রাজিলের সাও পাওলোতে ১২ জুনবিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন তিনি।
জেনিফার লোপেজের পক্ষে তার প্রতিনিধি এক বিবৃতিতে বলেন, “জেনিফার সবসময়ই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য আগ্রহী ছিলেন, সে তার ভক্ত ও ফুটবল ভক্তদের হতাশ করতে চাননি বলেই আগের সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন।”
২০১৪ সালের ফিফা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘উই আর ওয়ান’ গানটি গেয়েছেন জেনিফার লোপেজ, কিউবান-আমেরিকান র্যা প তারকা পিটবুল ও ব্রাজিলীয় গায়িকা ক্লদিয়া লেইত্তে।
ব্রাজিলের সাও পাওলোতে ব্রাজিল-ক্রোয়াশিয়া উদ্বোধনী ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানে ‘উই আর ওয়ান’ গানটি পরিবেশন করার কথা রয়েছে এই তিন শিল্পীর।