রাজধানীর পল্লবী এলাকায় মো. ফারুখ (৩৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি পল্লবীর সিরামিক রোডের মসজিদ সংলগ্ন সোহেলের চায়ের দোকানের পেছনে একটি ঝুপড়িতে থাকতেন। মৃত ফারুখ মাগুরা জেলার সদর থানার বাদশা মিয়ার ছেলে।
শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে পল্লবীর ওই ঝুপড়িতে ব্যাটারি চার্জ দেওয়ার সময় ফারুখ বৈদ্যুতিক শর্ট সার্কিটে আক্রান্ত হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় সোহেল এবং আনিস। রাত একটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোহেল জানিয়েছেন, ফারুখ বাঁদরের খেলা দেখিয়ে এবং শ্রীপুরের ট্যাবলেট বিক্র করে জীবিকা নির্বাহ করতেন এবং তার চায়ের দোকেনের পেছনে ঝুপড়িতেই থাকতেন।
এদিকে ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্প পুলিশ বলছেন ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে ফারুখের। ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক বলেন, নিহত ফারুখের বুকের মাঝখানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এজন্য সোহেল ও তার সঙ্গে আসা আনিসকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
অপর দিকে সোহেল বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের সময় বিকট শব্দ হয়। ব্যাটারি চার্জ দেওয়ার সময় শর্ট সার্কিট হলে প্লাগ ছুটে এসে তার বুকে লেগে কেটে যেতে পারে।