বিশ্বকাপ ফুটবল খেলায় ব্রাজিলের সমর্থনে জেলার মাওয়ায় ৭শ ফুট দৈর্ঘ্যের ব্রাজিলের পতাকা টাঙ্গানো হয়েছে। পতাকাটি নামানোর বিনিময়ে আর্জেন্টিনার সমর্থকরা ৭ লাখ টাকা ব্রাজিল সমর্থকদের দিতে চেয়েছে বলে এলাকাবাসীরা জানায়। এ নিয়ে ২ সমর্থক দলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে।
সমর্থকরা জানান, গত বছরের শেষদিকে ঢাকার গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে পতাকাটি বানাতে দেয়া হয়। পতাকাটি টাঙ্গাতে ৩ টি টং-দোকান, ১টি ডিশ লাইন এন্টেনা ও ১টি ১২শ কেভিএ জেনারেটর সরাতে হয়েছে। ওই দোকানের মালিকদের খেলা চলাকালীন সময় পর্যন্ত ১ লাখ ৪২ হাজার টাকা দেয়া হয়। এ ঘটনায় ওই এলাকার আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। আর্জেন্টিনা সমর্থকরা ৭ লাখ টাকা দিয়ে ওই স্থান থেকে ব্রাজিলের পতাকাটি সরানোর জন্য তোফাজ্জলসহ ব্রাজিল সমর্থকদের সাথে দর কষাকষি করছে বলে এলাকাবাসীসূত্রে জানা গেছে। আর্জেন্টিনা সমর্থকরাও ওই স্থানটিতে তাদের সমর্থিত দেশের পতাকা টাঙ্গাতে চায়। ঢাকা-মাওয়া মহাসড়কের ওই এলাকায় প্রতিদিন ৪০ হাজার লোকের চলাচল থেকে নজর পড়ে। সেখানেই ব্রাজিলের পতাকা লাগানো হয়েছে।
পরশুরাম সংবা“াতা জানান, ফেনীতে আর্জেন্টিনা সমর্থকরা তাদের প্রিয় দলের অর্ধ কিলোমিটার লম্বা পতাকা নিয়ে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা করেন। গতকাল বৃহস্পতিবার বিকালে ফেনী শহরের মহীপাল থেকে ক্রিড়ামোদীরা আর্জেন্টিনার এই পতাকা নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
শোভাযাত্রায় ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন, কাউন্সিলর সাইফুর রহমানসহ সমাজের গণ্যমান্য ব্যক্তি, ফুটবল প্রেমী দর্শক ও ক্রিড়ামোদীরা উপস্থিত ছিলেন।