স্বাগতিক ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নের সারথি নেইমার। প্রথম ম্যাচে দুটি গোল করে দল জিতিয়ে নেইমার দেশের মানুষের প্রত্যাশার চাপ জয় করেছেন। আর্জেন্টিনার স্বপ্ন মেসিকে ঘিরে। চারবারের বিশ্বসেরা এই ফুটবলার তার সেরা রূপে থাকলে আর্জেন্টিনা বড় কিছু করেও ফেলতে পারে। মেসিও আর্জেন্টিনার প্রথম ম্যাচে গোল পেয়েছেন। এ দুজনের মতো আলোচিত তারকা পর্তুগালের রোনালদো। নিজের প্রথম ম্যাচে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন তিনি।
রোনালদোর দল জার্মানির কাছে হেরেছে ৪-০ গোলের ব্যবধানে। এখন পর্যন্ত এটিই এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় পরাজয়। এ ম্যাচে রোনালদো কিছুই করতে পারেননি। দু একবার জার্মানির ডি বক্সের কাছে বল নিয়ে গেলেও আতঙ্ক জাগাতে পারেননি তিনি। মেসি- নেইমার নিজ নিজ দলের হয়ে সাফল্য পেলেও রোনালদো হয়েছেন চূড়ান্ত ব্যর্থ।
নিজে তো কিছু করতে পারেনইনি, সতীর্থদের দিয়েও টলাতে পারেননি জার্মানদের ডিফেন্স। এমনটি নিজের ডিফেন্সও দৃঢ় করতে পারেননি রোনালদো। খেলোয়াড় হিসেবে ব্যর্থতার পাশাপাশি অধিনায়ক হিসেবেও ব্যর্থ হয়েছে রিয়াল মাদ্রিদের এই তারকা।