কেনিয়ায় হামলায় নিহত ২৬

kenia-intro-311x186কেনিয়ায় পুলিশ স্টেশন ও বিভিন্ন হোটেলে অস্ত্রধারী জঙ্গিদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে। রোববার বিকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।

লোমো আইল্যান্ড শহরের কাছাকাছি অবস্থিত এ শহরটি পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় স্থান।

জঙ্গিরা পুলিশ স্টেশনে হামলা করে সরকারি অস্ত্র ও যানবাহন লুট করে নিয়ে গেছে। হামলার পরপরই শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কেনিয়া সেনাবাহিনীর এক মূখপাত্র মেজর ইম্মানুয়েল ছিরছির জানিয়েছেন, অস্ত্রধারী জঙ্গিরা লোমো আইল্যান্ড শহরে প্রবেশ করে মুহুর্মুহু গুলি চালাতে থাকে। প্রথমে তারা এমপেকটনির পুলিশ স্টেশনে হামলা করে। পরবর্তীতেও কয়েকটি হোটেল হামলা চালানো হয়। এতে প্রায় ২৬ জন নিহত হওয়ার ঘটনা ঘটে।

হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে ছিরছির জানান।

এ হামলার জন্য জঙ্গিগোষ্ঠী আল-সাবাবকে দায়ী করা হচ্ছে।

প্রসঙ্গত, কেনিয়া ২০১১ সাল থেকে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর হামলার টার্গেটে পরিণত হচ্ছে। কয়েক দফা জঙ্গি হামলা চালিয়ে বহু লোককে হত্যা করেছে জঙ্গিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *