বিএসএফের মারধরে এক বাংলাদেশি যুবক নিহত

media-intro_img-bsf10-311x186নওগাঁর সাপাহার সীমান্তে ভারতের সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের হেফাজতে তীব্র আঘাতের ফলে নিহত হয়েছেন বাংলাদেশের এক যুবক। নিহতের বাবু হোসেন (২৫)৷

মঙ্গলবার রাতে সীমান্ত পারাপারের সময় বিএসএফের হাতে ওই যুবক ধরা পড়ার পর এ ঘটনা ঘটে।

ওইদিন রাত ৮টা নাগাদ বাবুসহ তিন যুবক অবৈধভাবে সীমান্ত পার করতে গেলে বিএসএফ জওয়ানদের চোখে পড়ে যায়। তবে অন্য দুজন পালিয়ে আসতে পারলেও বাবু ধরা পড়ে যায়৷ এরপর ওই যুবককে বেধড়ক মারধর করার ফলে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি অভিযোগ করে জানিয়েছে, পরে অচেতন অবস্থায় তাকে রাত ৯টা নাগাদ সীমান্তের ৩১ নম্বর পিলারের কাছে ফেলে যায় বিএসএফ সদস্যরা।

ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের চোখে পড়লে ওই যুবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তারা। সেখান তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা৷

এই ঘটনায় বিএসএফকে প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন ৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *