উন্নয়ন ওসম্ভাবনা মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হওয়া প্রয়োজন – জেলা প্রশাসক এহছানে এলাহী

Photo-Gaibandha-01আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ জেলা প্রশাসক এহছানে এলাহী বলেছেন, গাইবান্ধার উন্নয়ন ও সম্ভাবনা মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচারিত হওয়া প্রয়োজন। ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে সংবাদ পরিবেশন জেলার উন্নয়নে ভূমিকা রাখতে পারে। সাম্প্রতিকালে জেলা প্রশাসন সাধারণ মানুষের দুর্ভোগ নিরসন, অনৈতিক কার্যকলাপ প্রতিরোধে সর্বাত্মক কর্মকান্ড পরিচালনা করছে। ওই সব কর্মকান্ড অব্যাহত রাখতে তিনি মিডিয়ার মাধ্যমে সবশ্র্রেণির পেশার মানুষের সহযোগীতা কামনা করেন। গাইবান্ধা টেলিভিশন এন্ড প্রিন্ট মিডিয়া ফোরামের নেতৃবৃন্দ মঙ্গলবার তাঁর সাথে জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি রেজাউন্নবী রাজ (সাপ্তাহিক প্রতিপক্ষ), সহ-সভাপতি অমিতাভ দাশ হিমুন (দেশ টিভি ও কালের কন্ঠ), সিদ্দিক আলম দয়াল (মাছরাঙ্গা টেলিভিশন ও মানবজমিন), এস.এম কবির রাসেল (মোহনা টিভি), ডিপটি প্রধান (বিজয় টিভি), সাধারণ সম্পাদক শামীম আল সাম্য (একাত্তর টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম বাবু (সময় টিভি), সহকারী সম্পাদক মিলন খন্দকার (দৈনিক জনতা ও জনসংকেত), মোমিনুর রশিদ সাগর (বাংলানিউজ টোয়েন্টি ফোর.কম), সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম (আমাদের সময়), দপ্তর সম্পাদক শামসুজ্জোহা (সম্পাদক, গাইবান্ধার বুকে) ও নির্বাহী সদস্য জিল্লুর রহমান মন্ডল পলাশ (দ্য রিপোর্ট ও যায়যায়দিন) এ সময় উপস্থিত ছিলেন। সাংবাদিক নেতৃবৃন্দ যেকোন শুভ কাজে পূর্ণসহযোগীতার আশ্বাস দেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *