নিউইয়র্কে আওয়ামী লীগের দ্বন্দ্বে প্রেসিডেন্টের সংবর্ধনা বাতিল

hamid-swadeshnews24নিউইয়র্কে আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্ব ও সংবর্ধনা কমিটিতে বিএনপি- জামাত কর্মিদের নাম থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র সফররত প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদের সার্বজনীন নাগরিক সংবর্ধনা বাতিল হয়েছে। নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে লাগোর্ডিয়া এয়ারপোর্ট সংলগ্ন মেরিয়ট হোটেলে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবার কথা ছিল। 
সংবাদ সংস্থা বাংলাপ্রেস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও সামাজিক সংগঠনের প্রধানদের উপেক্ষা করে বিএনপি-জামায়াত কর্মিদের সংবর্ধনা কমিটিতে নাম রাখার অভিযোগ উঠে। এ খবর প্রেসিডেন্টের কানে পৌঁছলে তিনি বিতর্কিত কোনো অনুষ্ঠানে যাবেন না বলে আয়োজকদের জানিয়ে দেন। এছাড়াও প্রেসিডেন্টের সংবর্ধনা, প্রস্তুতি সভার কমিটি গঠন নিয়ে গত কয়েকদিন ধরেই দলের অভ্যন্তরে দ্বন্দ্ব চলছিল। গত সোমবার রাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি বৃহৎ অংশ প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদের সাথে দেখা করে সংবর্ধনার বিষয়টি অবগত করলে তিনি সংবর্ধনা সভায় না যাবার সিদ্ধান্ত নেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *