মিথিলা-নিলয় একসঙ্গে এর আগে কোন নাটক করেননি। তবে আসছে ঈদে ‘শুভ প্রাপ্তি’ নাটকে এই দুই শিল্পীকে দেখা যাবে একসঙ্গে। শারমিন জয়া ও দাউদ হোসাইন রনির যৌথ রচনায় নাটকটি নির্মাণ করছেন কৌশিক শংকর দাস। নিলয় বললেন, সহশিল্পী হিসেবে মিথিলা অনেক সহায়তাপ্রবণ। আর নাটকের গল্পটার সঙ্গে এখনকার তরুণ-তরুণীরা নিজেদের চলমান সময়টাকে খুঁজে পাবে। সব মিলিয়ে কাজটিতে নতুন কিছু থাকছে। আশা করি সবার ভাল লাগবে। এদিকে দুই রচয়িতার একজন শারমিন জয়া জানান, গল্পে নিলয়ের চরিত্রের নাম শুভ, আর মিথিলা করছেন প্রাপ্তি চরিত্রে। প্রাপ্তি মেয়েটি শুভর প্রেমিকা। তবে বোহেমিয়ান মনোভাবের কারণে আরও দুটি মেয়ের সঙ্গে শুভর পরিচয় হয়। এক সময় প্রাপ্তির বিয়ে ঠিক হয়। আবার শুভও তার কাছে ফিরতে চায়। এগুতে থাকে ‘শুভ প্রাপ্তি’র নানা বাঁক। গল্পটির সরলীকরণ করলে এমনই। তবে আসল গল্পে এতটা সরলতা থাকছে না। এদিকে পরিচালক কৌশিক জানান, ১৪ থেকে ১৬ই জুন পর্যন্ত রাজধানীর বিভিন্ন লোকেশনে এর দৃশ্য ধারণ হয়েছে। চলছে সম্পাদনার কাজ। আর এটি বাংলাভিশনের ঈদ উৎসবে প্রচার হবে। ‘শুভ প্রাপ্তি’ নাটকটি নির্মিত হয়েছে রোদচশমা’র ব্যানারে।