তালেবানের হামলায় ন্যাটোর ৩৭টি তেলবাহী ট্রাক ধ্বংস

28588_tailabanআফগানিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, পাকিস্তান সীমান্তের কাছে তোর্কহাম অঞ্চলে ৩ তালেবান জঙ্গি ন্যাটোর তেলবাহী ট্রাক লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে। এতে ওই অঞ্চলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয় তালেবানদের। এতে দুই হামলাকারী নিহত ও একজন নিজের শরীরের সঙ্গে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। পূর্বাঞ্চলীয় নানগরহর প্রদেশের সীমান্ত পুলিশের মুখপাত্র ইদ্রিস মোমান্দ বলেছেন, আজ সকালের দিকে এ হামলা চালিয়েছিল তালেবান জঙ্গিরা। বন্দুকযুদ্ধের সময় ন্যাটোর ৩৭টি তেলবাহী ট্রাক সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তোর্কহাম অঞ্চল থেকে বন্দরনগরী করাচিতে যায় ন্যাটোর রসদ সরবরাহকারী ট্রাকগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *