মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে নেমেছিল ভারত। কিন্তু দিনের শুরু থেকেই বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে ভারতীয় ব্যাটসম্যানরা। প্রথম তিন পেসার মাশরাফি বিন মতুর্জা, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান ভারতের ইনিংসে ধস নামায়। কিন্তু তিন দফা বৃষ্টিতে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি রোশন মহানামা। প্রথমে ১টা ৪৬ মিনিট থেকে ২টা ৯ মিনিট পর্যন্ত খেলা বন্ধ থাকে। সেই সময় ভারত ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল ১৩ রান। এরপর খেলা শুরু হলে ভারত ৩৭ রান সংগ্রহ করে ৪ উইকেট হারিয়ে। কিন্তু তখনই আবার বৃষ্টির হানা। ২.৩১ থেকে টানা পাঁচটা পর্যন্ত আবারও খেলা বন্ধ থাকে। এরপর খেলা শুরু হয়। এবার ১০ ওভার কেটে নিয়ে ম্যাচটি নির্ধারিত হয় ৪০ ওভারে। এর মধ্যে ভারত ৯ উইকেট হারিয়ে ফেলে ৩৩.৬ ওভারে স্কোর বোর্ডে ১১৯ রান তুলে। কিন্তু তখনই আবার বেরসিক বৃষ্টির হানা। ৬টা ৪১ মিনিট থেকে বৃষ্টি শুরু হলে শেষ পর্যন্ত ৮টায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি। সেই সুবাদে তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচটি কোন ফলাফল ছাড়াই শেষ হয়। তবে এর আগে বাংলাদেশকে পর দু’টি ম্যাচে হারিয়ে সিরিজ জিতে নিয়েছিল ভারত।
প্রথম ম্যাচে বাংলাদেশ ২৭২ রান করেও হারে ৭ উইকেটে। আর দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ১০৫ রানে বেঁধে ফেললেও শেষ পর্যন্ত হারে ৪৭ রানে গতকাল তাসকিন তার করা প্রথম ওভারেই তুলে নেন ওপেনিংয়ে নামা আম্বাতি রাইডুকে। বৃষ্টি নামার আগে মাত্র ৩ বল করতে পেরেছেন তিনি। এ ছাড়া দিনের প্রথম সফলতাটি এনে দিয়েছেন মাশরাফি। আল-আমিন হোসেনও পেয়েছেন ২টি উইকেট। বাংলাদেশ তৃতীয় ওয়ানডে ম্যাচে ১টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। জিয়াউর রহমানের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন সোহাগ গাজী। দলে ফিরে নিজের প্রথম উইকেটটি তুলে নিয়েছিলেন সোহাগ গাজী। অন্যদিকে ভারতেরও একটি পরিবর্তন ছিল। অমিত মিশ্রর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মনোজ তেওয়ারি।
ভারতের পক্ষে সর্বোচ্চ ২৫ রান আসে অধিনায়ক সুরেশ রায়নার ব্যাট খেকে। কিন্তু দ্বিতীয় দিন পেসাররা দাপট দেখালেও গতকাল সাকিব বল হাতে তুলে নিয়ে চড়াও হয়েছিলেন ভারতের ইনিংসে। রায়ানেকে ফিরিয়েছেন তিনি। শুধু তাই নয়, দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী পূজারাকে ফিরিয়েছেন তিনি। এছাড়াও ১৬ করে কিছুটা প্রতিরোধ গড়ে তোলা নতুন তারকা ঋদ্ধিমান সাহাকে সাজ ঘরের পথ দেখিয়েছেন। অন্যদিকে অভিষেক ম্যাচে ৫ উইকেট তুলে নিয়ে রেকর্ড করা তরুণ পেসার তাসকিন আহমেদ গতকালও ছিলেন দুর্দান্ত। বল হাতে হাতে ৮ ওভার মাত্র ১৫ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। তার সঙ্গে আরেক পেসার আল আমিন হোসেনও ৬ ওভার বল করে নিয়েছেন সমান সংখ্যক উইকেট। আর সাকিব আল হাসান ২৭.২ ওভার বল করে ২৭ রানের খরচায় নিয়েছেন ৩টি উইকেট।