যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত যুবক গ্রেফতার

image_96644_0যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রাহাতুল আশিকিম খান (২৩) নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক যুবকসহ দুই জনকে গ্রেফতার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা (এফবিআই)। মার্কিন দৈনিক লসএঞ্জেলস টাইমসে ১৮ জুন এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

এই ঘটনায় আরো একজনকে গ্রেফতার করা হয়। আটক দুইজনই টেক্সাসের বাসিন্দা।

মার্কিন অ্যাটর্নি জেনারেল রবার্ট পিটম্যান এক বিবৃতিতে জানান, টেক্সাসের জয়েন্ট টেরোরিজম টাস্ক ফোর্স এবং এফবিআই দীর্ঘদিন ধরে তদন্ত চালিয়ে এই দুজনের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আনতে সক্ষম হয়েছে। যদিও দুটিই পৃথক ঘটনা।

ফেডারেল জাস্টিস ডিপার্টমেন্ট এবং সেন্ট্রাল টেক্সাস জয়েন্ট টেরোরিজম টাস্ক ফোর্সের তথ্যমতে, রাহাতুলের বিরুদ্ধে সন্ত্রাসীদের সরঞ্জামাদি সরবরাহের অভিযোগ আনা হয়েছে। তাদের মঙ্গলবার গ্রেফতার করা হয়। শুক্রবার এ বিষয়ে শুনানি হবে।

আশিকিম ২০০২ সালে মার্কিন নাগরিকত্ব লাভ করেন। তিনি অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ফুল টাইম ছাত্র হিসেবে অধ্যয়নরত ছিলেন। আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে তিনি একটি অনলাইন চ্যাটে অংশ নিতেন। আর এর মাধ্যমে তিনি সন্ত্রাসী কাজে অংশ নেয়ার জন্য লোক নির্বাচন করতেন। একজন ইনফরম্যান্টের সঙ্গে যোগাযোগকালে ২০১১ সালে তাকে নজরে আনে এফবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *