৩৩০০ ফুট নিচে থেকে ১২ দিন পর বেঁচে ফেরা

Biman20140619193728-470x300অবশেষে উদ্ধার করা হলো তাকে। একটি গুহার ৩৩০০ ফুট নিচে ১২ দিন আগে আটকা পড়েন তিনি। সেই থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিদিন খবর হয়েছেন।

এই ব্যক্তির নাম জোহান ওয়েস্টহাউসার। তিনি একজন জার্মান। বয়স ৫২ বছর। ১২ দিন পর তাকে উদ্ধার করে ভূপৃষ্ঠের ওপরে আনতে সক্ষম হয়েছেন উদ্ধারকর্মীরা। তিনি বেঁচে আছেন। তার জ্ঞানও আছে। কিন্তু বুকে ও মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন তিনি।

মাটির ওপরে আনার পর দুইজন চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে হেলিকপ্টার যোগে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

৮ জুন পাথর ধসে গুহায় আটকা পড়েন তিনি। এটি র্জামানির গভীরতম গুহা। এর ভেতরে সম্প্রসারণের কাজ চলছিল। গুহাটি জার্মানি-অস্ট্রিয়া সীমান্তে অবস্থিত।

উদ্ধারকারী দলের প্রধান ক্লিমেন্স রেইন্ডল বলেন, জোহান ওয়েস্টহাউসারকে উদ্ধারে পাঁচটি দেশের ৭২৮ জন উদ্ধারকর্মী অংশ নেন। তিনি আরো বলেন, ভূগর্ভস্থ উদ্ধারাভিযানের ইতিহাসে এটি একটি মাইলফলক।

১৯৯৫ সালে জোহান ওয়েস্টহাউসারসহ একদল অনুসন্ধিৎসু মানুষ ওই গুহাটি আবিষ্কার করেন। সেই থেকে তারা গুহাটি নিয়ে বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষা করে আসছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *