অন্যান্য বছরের মতো এ বছরও রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২১ জুন সকাল ১০টায় রাজধানীর একটি হোটেলে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।
কর্মশালার উদ্বোধন করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক নেতা অংশ নেবেন বলে বিএনপিসূত্র জানিয়েছে। প্রশিক্ষক হিসেকে থাকছেন বিএনপির সিনিয়র নেতারা।
অন্যেদিকে গত বছর অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় মূল্যায়ন প্রতিবেদন রাত সাড়ে ১০টায় দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার হাতে তুলে দেন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কবির মুরাদ ও কাজী আসাদ। এ সময় সেখানে দলের ভারপ্রাপ্ত মহাসচিব উপস্থিত ছিলেন। –