বিপন্ন শিক্ষা ব্যবস্থা, প্রশ্নপত্র ফাঁস’ এর প্রতিবাদে মানববন্ধন

proshno fash_manob bondhonশুক্রবার বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির চেয়ারম্যান শেখ মিজানুর রহমানের সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবে ‘‘পাবলিক পরীক্ষায় বারবার প্রশ্নপত্রের মানবন্টন পরিবর্তন; বিপন্ন শিক্ষা ব্যবস্থা, প্রশ্নপত্র ফাঁস’’ এর প্রতিবাদে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা সমিতির এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানব বন্ধনে বক্তারা বলেন- গত পাঁচ বছরে অনুষ্ঠিত বেশির ভাগ পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা দেখাতে পারেনি সরকার। পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। পরীক্ষা এখন প্রহসনে পরিনত হয়েছে। যারা প্রশ্ন ফাঁস করছে তারা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা ফলে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছে। প্রাথমিক শিক্ষা সমাপনি (পিইসি) পরীক্ষার মানবন্টন ন্যাপ এর ওয়েব সাইটে-২১ এপ্রিল প্রকাশিত হয় তা আবার ২৭ মে পরিবর্তন করে এভাবে আরো কতবার পরিবর্তন হয় তা জানা নেই। এভাবে অন্যান্য পরীক্ষায় ও মান বন্টন পরিবর্তন হলে শিক্ষার্থীরা ক্ষতি গ্রস্থ হবে।
প্রায় ৬৫ হাজার কিন্ডারগার্টেনে প্রায় সাড়ে সাত লক্ষ শিক্ষক-শিক্ষিকাদের গণিত সহ অন্যান্য বিষয়ে সৃজনশীলের উপর কোন প্রশিক্ষণের উদ্যোগ সরকার না নিয়েই সারা দেশে সৃজনশীল পদ্ধতি চালু করেছে যা শিক্ষা ক্ষেত্রে ভয়াবহতা দেখা দিতে পারে। তাই বক্তারা বলেন সরকারের পক্ষ থেকে আমাদের শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান ও জরুরী হয়ে পড়েছে। পাবলিক পরীক্ষায় বারবার প্রশ্নপত্রের মানবন্টন বন্ধ করতে হবে। প্রশ্নপত্র ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক আইনের ব্যবস্থা নিতে হবে। বর্তমান প্রাথমিক শিক্ষা ৮ম শ্রেণী পর্যন্ত তাই কিন্ডারগার্টেন স্কুল সমূহকে পিইসির মত জেএসসির পরীক্ষায় নিজ স্কুলের নামে অংশ গ্রহণের সুযোগ দিতে হবে।
মানব বন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান- ডা. মোস্তাফিজুর রহমান ইরান, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের অতিরিক্ত মহা-সচিব মো: জাকির হোসেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির উপদেষ্টা- আলহাজ আকবর হোসেন নান্টু, সংগঠনের মহা-সচিব এম এ তুহিন, শিক্ষা সচিব মাহাবুবুর রহমান আরো অন্যান্য নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *