ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ভারি বৃষ্টিপাতের কারণে টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইনের মাটি সরে যাওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সব ধরনের রেল  যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার বেলা ১২টার দিকে উপজেলার আনালিয়া ৯ নম্বর ব্রিজের কাছে রেললাইনের কিছু অংশের মাটি সরে যাওয়ার পর দুর্ঘটনার আশঙ্কায় ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম বিভাগীয় সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন (ডিএসটি) প্রকৌশলী সুশীল কুমার হালদার বলেন, এই স্টেশনের চারটি লাইনের মধ্যে তিন নম্বর লাইনে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। এই লাইনে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *