শ্রমিক নির্যাতনের চিঠি নিয়ে ধুম্রজাল

Garments_bg_350461292ঢাকা : পোশাক শ্রমিক নির্যাতন নিয়ে যুক্তরাষ্ট্রকে দেওয়া চিঠি নিয়ে ধুম্রজাল তৈরি হয়েছে। সরকার এজন্য দোষারোপ করছে ইন্ডাস্ট্রি অল নামক একটি সংগঠনকে। এছাড়া তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ-ও বলেছে, ইন্ডাস্ট্রি অলের প্যাডে যেহেতু চিঠি গেছে, সেহেতু তার দায় নিতে হবে তাদেরই। 

এদিকে ইন্ডাস্ট্রি অল এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তারা বলেছে, এ ধরনের কোনো চিঠি তারা দেয়নি।

সম্প্রতি ওই চিঠি নিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের আনুষ্ঠানিক বক্তেব্যের পর এখন এটি পোশাক খাতের আলোচনার অন্যতম বিষয়ে পরিণত হয়েছে। 

ইন্ডাস্ট্রি অলের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র  বলেন, আমাদের প্যাডে কোনো চিঠিই মার্কিন মুল্লুকে যায়নি। যে শ্রমিক সংগঠনটি চিঠি দিয়েছে বলে অভিযোগ ওঠেছে, সেই চিঠি ইন্ডাস্ট্রি অলের প্যাডে দেওয়া হয়নি। তবে তারা আমাদের সদস্য এটা ঠিক। কিন্তু তারা যে এ ধরনের কোনো চিঠি দিয়েছে, তার কোনো অফিসিয়াল কপি বিজিএমইএ আমাদের পাঠায়নি। ফলে বিজিএমইএ ইন্ডাস্ট্রি অলকে যে রাষ্ট্রদ্রোহী বলেছে সে বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। 

এ নিয়ে কাদা ছোড়াছুড়ির কিছু নেই মন্তব্য করে তিনি বলেন, ইতিমধ্যে আমি বাণিজ্য মন্ত্রণালয়ে আলোচনার জন্য প্রস্তাবনা দিয়েছি। কারণ আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান করতে হবে। 

অন্যদিকে বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলাম বলেন, সরকারের নানা প্রশাসন থাকা সত্ত্বেও কাউকে কিছু না জানিয়ে সরাসরি আমেরিকায় চিঠি পাঠানো 
একটি ষড়যন্ত্রের অংশ। যেহেতু ইন্ডাস্ট্রি অলের প্যাডে পাঠানো হয়েছে, সেহেতু এই চিঠির দায় ইন্ডাস্ট্রি অলকেই নিতে হবে। – 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *