বাংলাদেশিদের ভিসায় ছাড় দিচ্ছে না ভারত

Indian Visa_SwadeshNews24বাংলাদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা (ফেরত) এবং অপ্রাপ্ত বয়স্ক ও বেশি বয়স্কদের ভিসায় ছাড়সংক্রান্ত দু’টি প্রস্তাবই নাকচ করে দিয়েছে ভারত।

মঙ্গলবার কলকাতা টোয়েন্টিফোর জানায়, বাংলাদেশিদের জন্য ভারতে এসে ফেরত ভিসার আবেদন এবং ১৮ বছরের কম ও ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য ভিসায় ছাড় দেওয়ার একটি প্রস্তাব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে।

২৫ জুন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বাংলাদেশ সফরে এ বিষয়ে আলোচনার সম্ভাবনাও ছিল। কিন্তু আসাম এই প্রস্তাবের বিরোধিতা করায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ প্রস্তাব নাকচ করে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রসঙ্গত, ২৫ জুন তিন দিনের বিদেশ সফরে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন সুষমা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিবেশী রাষ্ট্রগুলোকে গুরুত্ব দেওয়ার নীতির অংশ হিসেবেই সুষমার এই বাংলাদেশ সফর বলে জানায় ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *