তথ্য অধিদপ্তরের ওয়েবসাইট পরিবর্তন

bangladesh-government-logo9-311x186

 

তথ্যঅধিদপ্তরের www.bdpressinform.orgওয়েবসাইটটি পরিবর্তন করা হয়েছে। বর্তমান ওয়েবসাইটটি হলো- www.pressinform.gov.bd।বুধবার তত্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর ডাটা সেন্টারের DNS1 ns1. bcc.gov.bd & DNS2 ns2.bcc.gov.bd, DNS3 ns3.bcc.gov.bd- তে তথ্য অধিদপ্তরের সকল ডাটা হোস্টিং করা হয়েছে।

এখন থেকে ওয়েবসাইটের পরিবর্তিত ঠিকানা www.pressinform.gov.bd -তে সকল ডাটা হোস্টিং ও ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।

এআইএম/আরএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *