হংকংয়ে গণতন্ত্রের দাবিতে বিশৃঙ্খলাপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ করায় ২ শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হংকং পুলিশের দেয়া তথ্যানুযায়ী, ৯৮ হাজার ৬০০ মানুষ গণতন্ত্রের দাবিতে গতকাল রাস্তায় নেমে আসেন। কিন্তু, আয়োজকরা দাবি করছেন, রোদ ও বৃষ্টি উপেক্ষা করে হংকংয়ের ৫ লাখ ১০ হাজার বাসিন্দা রাস্তায় নেমেছিলেন তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে। অন্যদিকে, হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, ১ লাখ ৫৪ হাজার থেকে ১ লাখ ৭২ হাজারের মধ্যে হবে সংখ্যাটি। চীনের মূল ভূখণ্ডে এতো বড় বিক্ষোভের ঘটনা এটাই প্রথম। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এদিকে বেইজিং সম্প্রতি হংকংকে সতর্ক করে দিয়ে বলেছে, চূড়ান্ত কর্তৃত্ব চীনের হাতে। ১৯৯৭ সালের ১লা জুলাই বৃটিশ উপনিবেশমুক্ত হয় হংকং এবং বৃটিশ সরকার চীনের কাছে হংকংয়ের সার্বভৌমত্ব হস্তান্তর করে। পুলিশ বলছে, অবৈধভাবে বিক্ষোভ সমাবেশ করায় এবং পুলিশকে তাদের দায়িত্ব পালনে বাধা দেয়ায় ২ শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। শান্তিপূর্ণভাবে এ মহাসমাবেশে অংশগ্রহণকারীদের হাতে ছিল ব্যানার, পোস্টার ও ফেস্টুন। তারা হংকংয়ের নতুন নেতা সি ওয়াই লেয়াংয়ের পদত্যাগ ও সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি তোলেন। বিশৃঙ্খলা এড়াতে হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়।