গাজায় নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে

gaza_swadeshইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজায় নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। এছাড়া দুই সপ্তাহের এই সংঘর্ষে ২৯ ইসরাইলি নিহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, সোমবার মধ্যরাত থেকে ১৩ জন নিহত হয়েছে। এ নিয়ে হামাসের বিরুদ্ধে ইসরাইলের অভিযানে এখন পর্যন্ত ৬শ’এর বেশি ফিলিস্তিনী নিহত হল। আর আহত হয়েছে ৩ হাজার ৬শ’ ৪০ জন।

এদিকে ইসরাইল দাবি করেছে, বৃহস্পতিবার রাত থেকে তারা ৭০ জনেরও বেশি জঙ্গিকে হত্যা করেছে।

সোমবার গাজায় একটি হাসপাতালে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৫ জন নিহত ও ৭০ জন আহত হয়েছে। আহতদের বেশিরভাগই চিকিৎসক।

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, হাসপাতালের খুবই কাছে ট্যাংক বিরোধী ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে হামলা চালানো হয়।

চিকিৎসকরা জানান, হাসপাতালের অভ্যর্থনা, আইসিইউ ও অপারেশন থিয়েটারে ইসরাইলের কামানের গোলা এসে পড়ে।

সম্প্রতি দখলকৃত পশ্চিম তীরে তিন ইসরাইলি কিশোর ও জেরুজালেমে এক ফিলিস্তিনি কিশোরকে হত্যার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইসরাইলি তিন কিশোরকে হত্যার জন্য হামাসকে দায়ী করা হয়। তবে হামাস এ অভিযোগ প্রত্যাখান করেছে।

এর কয়েকদিন পর পূর্ব জেরুজালেমে এক ফিলিস্তিনি কিশোরকে অপহরণের পর পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন ৬ ইহুদীকে আটক করে। এরপর মূলত ইসরাইল ও হামাস পাল্টাপাল্টি হামলা শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *