রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার চুরমার

malibag train_swadeshnews24রাজধানীর মালিবাগে একটি প্রাইভেটকার রেললাইনে উঠে আটকে যাওয়ার পর ট্রেনের ধাক্কায় তা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। এতে প্রাইভেটকারচালক ও আরোহী তিন ব্যক্তি আহত হয়েছেন। তাদের স্থানীয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় পড়া ওই প্রাইভেটকার থেকে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ। পিস্তলটি লাইসেন্সকৃত না অবৈধ তা নিশ্চিত হওয়া যায়নি। শুক্রবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে আসা চট্টলা এক্সপ্রেস কমলাপুরে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। বিকেল ৫টার দিকে মালিবাগ রেলক্রসিং পার হওয়ার সময় সিগন্যাল অমান্য করে ক্রসিং পার হতে যাওয়া প্রাইভেটকারটি রেললাইনের ওপর হঠাৎ আটকে যায়। এসময় ট্রেনটি সজোরে প্রাইভেটকারে ধাক্কা দিয়ে চলে যায়। প্রাইভেটকারটির বাম দিক ভেঙ্গে যায়। এতে ভেতরে থাকা চালক এবং তরুণীসহ তিন আরোহী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে কমলাপুর থানা ও রেলের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। রেল পুলিশের ওসি আব্দুল মজিদ জানান, ট্রেন আসার সময় গেইটম্যান প্রতিবন্ধক ফেললেও প্রাইভেটকারটি বিপরীত দিক থেকে এসে ক্রসিং পার হওয়ার চেষ্টা করে। কিন্তু রেললাইনের ওপর উঠার পর ওই গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এসময় ট্রেনটি দ্রুত গতিতে আসছিল। লাইনের ওপর গাড়ি দেখে ট্রেন চালক হুইসেল বাজাতে শুরু করেন এবং ট্রেনের গতি কমিয়ে আনতে পারলেও গাড়িতে ধাক্কা লাগে। কিছু দূর ছেঁচড়ে গিয়ে থামে। ওসি জানান, ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কমলাপুর রেলওয়ের ট্রাফিক পরিদর্শক হুমায়ন কবির বলেন, প্রাইভেটকারের ভেতর থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। প্রাইভেটকারের আরোহী এবং মালিকের খোঁজ করা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ করতে পারলে অস্ত্রটি বৈধ না অবৈধ তা জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *