রাজধানীর মালিবাগ রেল ক্রসিংয়ে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইক্রোবাস থেকে উদ্ধার হওয়া পিস্তলটি নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় প্রধান আসামি নূর হোসেনের। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ। তিনি বলেন, দুর্ঘটনা পরবর্তী মাইক্রোবাসটি থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নথিপত্র পর্যালোচনা করে জানা যায়, পিস্তলটি চার বছর আগে নূর হোসেনের নামে লাইসেন্স দেয়া হয়েছিল। উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে মালিবাগ রেলক্রসিংয়ে একটি প্রাইভেট কার বিকল হয়ে যায়। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। এতে সেটি দুমড়ে মুচড়ে যায় এবং এর আরোহীরা আহত হন। পরে রেলওয়ে থানার পুলিশ গাড়ি থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। তবে ঘটনার পর এর আরোহীরা পালিয়ে গেছেন। পুলিশ জানিয়েছে গাড়িটির রেজিস্ট্রেশন নেই। ওই গাড়ির একজন আরোহী রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।