সুন্দরগঞ্জে বৃষ্টির জন্য মোনাজাত অনুষ্ঠিত

Shudor-M-Photo আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সীচা গ্রামের চৌরাস্তায় এলাকার হাজার হাজার মানুষ একত্রিত হয়ে আজ সোমবার বৃষ্টির জন্য মোনাজাত করেছেন। সুন্দরগঞ্জে বৃষ্টির অভাবে কৃষকরা গত একমাস থেকে আমন চারা রোপন করতে পারছে না। জমি ফেঁটে চৌচির হয়ে গেছে। এমনকি হাওর-ডোবায় পানি না থাকায় পাট চাষিরা পাট পঁচাতে পারছে না। এ খরার কারণে আমন বীজতলায় চারা শুকিয়ে যাচ্ছে। বৃষ্টি হবে-হবে এ আশায় কৃষকরা অপেক্ষা করতে করতে আমন চারা রোপনের উপযুক্ত সময় পেরিয়ে যাওয়ার আশাঙ্কায় অনেক কৃষক সেচ দিয়ে চারা রোপন করলেও বৃষ্টি না হওয়ায় তা মরে যেতে শুরু করেছে। এ অবস্থায় সীচা চৌরাস্তায় স্থানীয় লোকদের উদ্যোগে মাইকিং করে বৃষ্টির জন্য পরম দয়াময় আল্লাহর দরবারে মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা নূর আলম আজাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *