‘বিএনপি হুংকার দিয়ে এখন চুপচাপ’

asadujaman-khan-kamal-311x186স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, শেখ হাসিনার ডাকে দূর্নীতির বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে দেশের জনগণ। শিক্ষা,স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, আইন শৃঙ্খলার আমুল পরিবর্তনসহ সকল ক্ষেত্রে উন্নয়নে এগিয়ে যাচ্ছে দেশ। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবাই এখন ঐক্যবদ্ধ। এ কারনে বিএনপি আন্দোলনের হুংকার দিয়ে এখন চুপচাপ।

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা চত্তরে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনগণ নৈরাজ্য, অগ্নি সংযোগ পছন্দ করে না আর তাই আন্দোলনের ডাকে জনগণ সাড়া দিচ্ছেনা বলে মন্তব্য করেন তিনি।

সভায় রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো. শাহজাহানের সভাপতিত্বে পৌর মেয়র বেলাল আহম্মদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের এমপি ও তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম আওয়াল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চাঁদপুর-লক্ষ্মীপুরে মহিলা সংরক্ষিত আসনের এমপি নুর জাহান বেগম, লক্ষীপুর-৩ আসনের এমপি শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের এমপি আবু নোমান, লক্ষ্মীপুর-৪ রামগতি আসনের এমপি আব্দুল্লাহ আল মামুনসহ আরো অনেকে।

পথসভা শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লক্ষ্মীপুর জেলা শহরের বাস টার্মিনাল এলাকায় আঞ্চলিক মেশিন রিডেবল পাসপোর্ট অফিসের নাম ফলক উম্মোচন করেন।

এছাড়া বিকেল ৫টায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক হলরুমে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় জেলা প্রশাসক একে এম টিপু সুলতানের সভাপতিত্বে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্স করার কথা রয়েছে। পরে পুলিশ লাইনস পরিদর্শন শেষে ঢাকার উদ্ধেশ্যে রওনা হবেন প্রতিমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *