1. ccadminrafi@gmail.com : Writer Admin : Writer Admin
  2. 123junayedahmed@gmail.com : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর
  3. swadesh.tv24@gmail.com : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম
  4. swadeshnews24@gmail.com : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর: : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর:
  5. hamim_ovi@gmail.com : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান
  6. skhshadi@gmail.com : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান: : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান:
  7. srahmanbd@gmail.com : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান
  8. sumaiyaislamtisha19@gmail.com : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান
এবার তারুণ্যনির্ভর ঈদ অডিও বাজার - Swadeshnews24.com
শিরোনাম
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনার দাম আরও কমল রাজধানীতে পানি, স্যালাইন ও শরবত বিতরণ বিএনপির জায়েদ খানের এফডিসিতে ফেরা হবে কিনা, জানালেন ডিপজল কক্সবাজার জেলায় কত রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট সিনেমা হলে দেওয়া হচ্ছে টিকিটের সঙ্গে ফ্রি বিরিয়ানি ঢাকায় বড় জমায়েত করতে চায় বিএনপি ১৫ বছর পর নতুন গানে জেনস সুমন যশোরে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের জয়লাভ গোবিন্দগঞ্জে অটোচালক দুলা হত্যার মূল আসামি আটক চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু পলাশবাড়ীতে উপজেলা নির্বাচনে অনলাইন মনোনয়নপত্র দাখিলের বিষয়ে সম্ভাব্য প্রার্থীদের সাথে মতবিনিময় ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ নিলেই বিএনপি বলে বিরোধীদল দমন’ এবার বুবলী-শাকিবের ‘কোয়ালিটি টাইম’ নিয়ে মুখ খুললেন অপু

এবার তারুণ্যনির্ভর ঈদ অডিও বাজার

  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
  • ২৭০ Time View

গত ঈদের বাজারটি ছিল বেশ রমরমা। সিনিয়র ও তরুণ শিল্পীদের অ্যালবাম সমানতালে প্রকাশিত হয়। দীর্ঘ সময় পর একাধিক সিনিয়র তারকার অ্যালবাম বেশ ভাল ব্যবসায়িক সফলতাও পায়। অনেকেই বলেছেন, সিনিয়র ও তারুণ্যনির্ভর এমন একটি অডিও বাজারের অপেক্ষাটাই বুঝি ছিল। যার ফলাফলও বেশ আশানুরূপ। ব্যবসায়িক দিক দিয়ে গত ঈদের সফলতার ধারাবাহিকতা আসছে কোরবানির ঈদে বজায় থাকবে এমন প্রত্যাশাই করা হচ্ছিল। এই ঈদকে ঘিরে সংগীত সংশ্লিষ্টদের আওয়াজটাও ছিল সেরকম। তবে ঈদের যখন আর মাত্র কয়েকটা দিন বাকি তখন স্তিমিত হয়ে গেছে সেসব আওয়াজ। অনেকেই তড়িঘড়ি করে এই ঈদে অ্যালবাম প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, এখনও ঈদের কোন আমেজই লক্ষ্য করা যাচ্ছে না। কোরবানির ঈদ ও দুর্গাপূজাকে সামনে রেখে যেখানে মানুষের মধ্যে অন্যরকম একটা কৌতূহল ও আনন্দ কাজ করার কথা, সেখানে এবার দেখা যাচ্ছে বিপরীত। অনেকেই অর্থনৈতিক মন্দাকেই এর জন্য দায়ী করেছেন। যার শিকার অডিও বাজারও। সংগীতবোদ্ধারা বলছেন, গত কোরবানির ঈদের এক মাস আগে থেকেই ঈদের অ্যালবাম প্রকাশ শুরু হয়েছে। কিন্তু এবারের চিত্র তার উল্টো। ঈদ ও পূজার আবহই দেখা যাচ্ছে না। এর বড় একটি প্রভাব অডিও বাজারে পড়বে বলেই মনে করছেন সংগীতবোদ্ধারা। এদিকে দীর্ঘদিন পর কোরবানি ঈদে নিজের নতুন একক অ্যালবাম প্রকাশ করবেন বলে ঘোষণা দিয়েছিলেন পপ তারকা মিলা। কিন্তু তাও হচ্ছে না। অ্যালবাম প্রকাশে পিছপা হয়েছেন এ তারকা। মিলা ছাড়াও আইয়ুব বাচ্চু, জেমস, আসিফ আকবর, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, হাবিব ওয়াহিদ, হৃদয় খানদের মতো তারকা শিল্পীদের অ্যালবাম এবার প্রকাশ পাচ্ছে না। রবি চৌধুরী, শফিক তুহিনসহ সিনিয়র ও তরুণ আরও কিছু তারকাও এই ঈদের মাসখানেক আগে অ্যালবাম প্রকাশের ইচ্ছের কথা জানালেও সেটি হচ্ছে না। ঈদের পর ভাল একটি সময়ে অ্যালবাম প্রকাশের কথা জানিয়েছেন তারা। এর মধ্যে সংগীতা থেকে ঈদের বড় অ্যালবাম হিসেবে প্রকাশ পাওয়ার কথা রয়েছে ফোকসম্রাজ্ঞী মমতাজের নতুন একক। ফোক ফিউশন এই অ্যালবামের সুর-সংগীতায়োজনের দায়িত্ব পালন করছেন রাজেশ ঘোষ। অন্যদিকে গেলো রোজার ঈদে গ্রামীণফোনে প্রকাশ পেয়েছিলো শুভ্রদেবের একক অ্যালবাম ‘জলছবি’। এবারের ঈদে লেজারভিশনের ব্যানারে ফিজিক্যালি প্রকাশ পাচ্ছে অ্যালবামটি। একই ব্যানার থেকে প্রকাশ পাচ্ছে প্রথম আসরের চ্যানেল আই সেরাকণ্ঠ বিজয়ী তারকা ঝিলিকের তৃতীয় একক ‘প্রথম প্রেম’। গানগুলোর সুর-সংগীত করেছেন শফিক তুহিন, ইমরান, জুয়েল মোর্শেদ, প্রত্যয় খান, সজীব দাশ, জে কে, ফাজবীর তাজ ও মশিউর বাপ্পী। এখান থেকে আরও প্রকাশ পেয়েছে নিজের সুর-সংগীতে সুমন কল্যাণের একক ‘গানের ক্রীতদাস’, ‘নওরিন ফিচারিং ভেরিয়স আর্টিস্ট’ এবং ‘অচেনা হৃদয়’ চলচ্চিত্রের অডিও অ্যালবাম। এদিকে জিরোনা এন্টারটেইনমেন্ট থেকে ঈদ ও পূজা উপলক্ষে দুই বাংলায় প্রকাশ পেয়েছে অনুপম রায়ের একক অ্যালবাম ‘বাক্যবাগীশ’। এর সব গানের কথা-সুর-সংগীতায়োজন করেছেন অনুপম নিজে। একই ব্যানার থেকে প্রকাশ পেয়েছে ওপার বাংলার আরেক জনপ্রিয় সংগীতশিল্পী রূপঙ্করের একক ‘বেঁচে থাকার জন্য…’। এর সব গানের কথা লিখেছেন জুলফিকার রাসেল। এদিকে ঈদের অন্যতম অ্যালবাম হিসেবে প্রকাশ পাচ্ছে জনপ্রিয় শিল্পী-সুরকার কাজী শুভ’র নতুন একক ‘সাদামাটা-৩’। জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন, এ মিজান প্রমুখের কথায় গানগুলোর সংগীতায়োজন করেছেন আরফিন রুমি ও রাফি। ঈদ উপলক্ষে জি-সিরিজের ব্যানারে প্রকাশ হয়েছে মিলন মাহমুদের নবম একক অ্যালবাম ‘অচেনা শহর’। এদিকে ক্লোজআপ তারকা কিশোরের সুর-সংগীতে সংগীতার ব্যানারে প্রকাশ পেয়েছে ‘কিশোর ফিচারিং ভেরিয়াস আর্টিস্ট’। ঈদকে সামনে রেখে প্রকাশ পেয়েছে ক্লোজআপ তারকা সাব্বিরের সুর-সংগীতে প্রথম মিশ্র অ্যালবাম ‘সুখ সুখ ভাবনা’। এর বাইরে আজব রেকর্ডস থেকে প্রকাশ পেয়েছে জয় শাহরিয়ার ফিচারিং ‘এমনটাতো হতেই পারে’। ঈদে প্রকাশ পাচ্ছে ইলিয়াস ও অরিনের দ্বৈত অ্যালবাম ‘একটু মায়া’। দুই বাংলায় প্রকাশ হয়েছে রিংকু ও সহজ মা’র অ্যালবাম। এছাড়াও রাজন সাহা ফিচারিং দুটি মিশ্র অ্যালবাম প্রকাশ পাচ্ছে ঈদে। এর বাইরেও ঈদে প্রকাশ পাচ্ছে আরও বিভিন্ন শিল্পীর একক ও মিশ্র অ্যালবাম। সব মিলিয়ে এবারের অডিও বাজারটিকে পুরোপুরি তারুণ্যনির্ভরই বলা চলে। সিনিয়র তারকাদের অনুপস্থিতির বিষয়টি বাদ দিলে বিষয়টিকে সংগীতবোদ্ধারা দেখছেন ইতিবাচক হিসেবেই। কারণ, তারুণ্যের গানের মাধ্যমে অতীতেও একাধিকবার অডিও বাজার জমে ওঠার রেকর্ড রয়েছে। এবারও প্রকাশিত বা প্রকাশিতব্য এসব শিল্পীর অ্যালবামের মাধ্যমে রোজার ঈদের সফল অডিও বাজারের ধারাবাহিকতা বজায় রাখার আশা প্রকাশ করেছেন সংগীত সংশ্লিষ্টরা। আর সেটা হলে অডিও ইন্ডাস্ট্রির জন্য চলতি বছরটি হবে ঘুরে দাঁড়ানোর একটি বছর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020 SwadeshNews24
Site Customized By NewsTech.Com