হলিউড অভিনেতা ও ব্রিটিশ আইনজীবি আমাল আলামুদ্দিন এমাসের যে কোনো শুভ লগ্নে সেরে ফেলতে পারেন তাদের বিয়ের পর্ব। বিয়েটা হবে ভেনিসে। এবার জানা গেলো তাদের বিয়ের অতিথির সংখ্যা। গুনে গুনে মাত্র ৬০ জন।
ক্লুনি এবং আমাল ঠিক করেছেন বিয়েতে শুধু ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনরাই উপস্থিত থাকবেন। তবে অতিথির তালিকায় কার কার নাম থাকছে সে ব্যাপারে ৫৩ বছর বয়সী ক্লুনি এখনো মুখ খোলেননি। কিন্তু যে সকল অতিথিরা উপস্থিত খাকতে পারেন বলে গুঞ্জন ভাসছে তাদের মাঝে রয়েছেন, পিট-জোলি দম্পতি, ম্যাট ড্যামন, সিন্ডি ক্রফোর্ডের স্বামী র্যান্ডে জার্বার। আরোও আছে জুলিয়া রবার্ট ও জেনিফার অ্যানিস্টনের নাম।
যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও আমন্ত্রিত ছিলেন কিন্তু অন্য জরুরি কাজের জন্য তিনি উপস্থিত থাকতে পারবেননা। এছাড়াও অামেরিকান ভোগ ম্যাগাজিনের এডিটর ব্রিট অ্যানা উইনটুরও থাকতে পারেন বিয়েতে। ক্লুনির বিয়ে নিয়ে ফিচার লেখার উদ্দেশ্যেই তিনি বিয়েতে উপস্থিত থাকবেন।
বিয়ের পর ক্লুনি-আমাল জুটি ২৫ অক্টোবর চুঢ়ান্ত ভোজের আয়োজন করবেন।