আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ফেনসিডিলসহ টিপু মিয়া (১৮) ও সুমি আখতার (১৯) নামে দুই যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। রংপুর-বগুড়া মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার চাপরীগঞ্জ এলাকা থেকে শনিবার রাত সাড়ে ১০ টায় তাদের আটক করা হয়। আটক টিপু মিয়া জয়পুরহাট জেলা সদরের জামালগঞ্জ পুরাতন বাজার গ্রামের নজরুল ইসলামের পুত্র ও সুমি আখতার দিনাজপুর জেলার পাবর্তীপুর উপজেলার বাবু পাড়ার আবদুল মালেকের কন্যা। গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাকিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে রংপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী আবু তালহা পরিবহনে (ঢাকা মেট্রো-চ-৬০৯৫) তলাসী চালানো হয়। এ সময় তাদের আটক করে দেহ তলাসী করে ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক যুবক-যুবতীর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। রোববার দুপুরে তাদের দু’জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।