৪০ বছরের রেকর্ড ভাঙলেন ইউনিস

40 years record_younis-swadeshnews24দুবাই টেস্টে চরম গ্যাঁড়াকলে পড়েছে অস্ট্রেলিয়া। শনিবার টেস্টর চতুর্থ দিন শেষে হারের চোখ রাঙানি সহ্য করতে হচ্ছে মাইকেল ক্লার্ক বাহিনী।

এর অন্যতম প্রধান একটি কারণ পাকিস্তানি স্পিনারদের দাপট আর উইকেটের ২২ গজে ইউনিস খান, আহমেদ শেহজাদ ও সরফরাজ আহমেদদের জ্বলে ওঠা। এই পথেই অনন্য এক রেকর্ড ভেঙেছেন পাক ব্যাটসম্যান ইউনিস খান। তা হলো অস্ট্রেলিয়ার বিপক্ষে একই টেস্টের দুই ইনিংসে দুই সেঞ্চুরির রেকর্ড গড়া।

৪০ বছর বাদে কোনো ব্যাটসম্যান ক্যাঙ্গারুদের বিপক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালো। সর্বশেষ এই কীর্তি গড়েছিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান জি টার্নার। সেটা ১৯৭৪ সালের ঘটনা। ক্রাইস্টচার্চ টেস্টে সেই কীর্তি গড়েছিলেন তিনি।

অবশ্য ইউনিস ও টার্নারের আগে এই নজির দেখিয়েছে আরো সাত ব্যাটসম্যান। তাতে অগ্রপথিক ইংলিশ ব্যাটসম্যান এইচ সাটক্লিফ। ১৯২৫ সালে মেলবোর্ড টেস্টে ওই কীর্তি গড়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *