
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সিভিল ক্লাব এর উদ্যোগে আজ বিশ্ব বিদ্যালয় এর নিজস্ব ক্যাম্পাস এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় স্প্রিং ২০১৫ ব্যাচের (ডে ও ইভেনিং) নবীন বরণ । সময়ের স্বল্পতা আর কর্মজীবন এর ব্যস্ততাকে কিছুটা দূরে ঠেলে দিয়ে নবীনদের বরণ করার প্রচেষ্টায় ব্যস্ত ছিল প্রতিষ্ঠানটির সিভিল ক্লাব এর সদস্যরা । কলি যেমন সৌরভ ছড়ায় , ঠিক তেমনি নবীনদের কলকালিতে আজ মুখর হয়ে উঠে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর মিরপুরে অবস্থিত নিজস্ব ক্যাম্পাস । বর্ণাঢ্য আয়োজনে আজ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিএসসি প্রোগ্রাম এর নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়ের সিভিল বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা । বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ বছর কয়েক আগে যাত্রা করলেও আয়জনের কমতি নেই এখানে । শিক্ষার সুবিধা সহ বিনোদন ও পারিপার্শ্বিক সুযোগ সৃষ্টি করে এক অভিনব শিক্ষা প্রতিষ্ঠানের কাতারে মাথা উচু করে দাঁড়াচ্ছে বিশ্ববিদ্যালয়টি । পক্ষান্তরে তৈরি হচ্ছে সমৃদ্ধ ও দায়িত্ব বান সমাজ গঠনের এক একটি হাতিয়ার ।
নবীন বরন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ড. মকবুল আহমেদ খান, বিশেষ অতিথি হিসেবে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস-চ্যান্সেলর ড. আবদুল মান্নান ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ড. মকবুল আহমেদ খান বলেন , শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ । শিক্ষাকে উপভোগ করতে হবে । শিক্ষাকে যদি হৃদয় এ ধারন করা যায় , তবে জীবন ও সমাজের জন্য তা উপকারে আসবে । যে কাজই করা হোক না কেন তা যেন মনোযোগের সাথে করা হয় । অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন সিভিল ক্লাব এর সদস্যরা অনেক কষ্ট করেছে । এই বিশ্ববিদ্যালয় এর এইটি প্রথম কোন বড় আয়োজন । তিনি অনুষ্ঠানে সবাইকে আন্তরিক অভিনন্দন জানান ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. আলিম দাদ। তিনি বলেন , সাধারণত ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের পড়ালেখা নিয়ে খুব বেশি ব্যস্ত থাকতে হয় ও এখানে যারা ভর্তি হয়েছেন তাদের অধিকাংশই কর্মজীবনে পেশাগত কাজে নিয়োজিত আছেন । তারপরও কর্মজীবনের ব্যস্ততাকে দূরে ঠেলে দিয়ে এত বড় আয়োজন করেছে যা সত্যি আনন্দের । আমি তাদের আয়োজনের উত্তর উত্তর সাফল্য কামনা করচ্ছি ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল ক্লাব, ইইউবির সিভিল ক্লাব এর ফাউনডার মো: শাহজাহান, কাজী মোহতাদী হোসেন, তানিম আহাম্মেদ আবদুস সালাম মিয়া ও নবীনদের পক্ষ থেক বক্তব্য রাখেন ইইউবি স্প্লেন্দর ক্লাব এর সভাপতি মামুনুর রশিদ রাজ ।
রাজ বলেন , আমরা প্রতিটি শিক্ষার্থী এক একটা ফুল । আমরা যেন এখান থেকে পরিপূর্ণ ভাবে আমাদের শিক্ষা সম্পন্ন করতে পারি আর ইউনিভার্সিটি এর মুখ উজ্জল করতে পারি । ফুল হয়ে যেন ফুটে থাকি বিশ্ব মাঝে ।
সিভিল ক্লাব, ইউবির উদ্যোগে ২১০ জন নবীন শিক্ষার্থীদরে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করে নেওয়া হয়। নবীন বরণ অনুষ্ঠানে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস-চ্যান্সেলর ড. আবদুল মান্নান গান গেয়ে সবাইকে মুগ্ধ করেন । উক্ত অনুষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক জনাব প্রিন্স রেজা, ও রমজি ,সিভিল ইংরেজী বিভাগের শিক্ষক জনাব সোহেল গান পরিবেশন করেন। উক্ত অনুষ্ঠাদের আয়োজন করেন সিভিল ক্লাব,ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ।