বরিশালে মাস হিস্টেরিয়ায় আক্রান্ত হয়ে ৩৫ শিক্ষার্থী হাসপাতালে

Barisal_Schoolবরিশাল সদর উপজেলার চরকাউয়া নয়ানী মাধ্যমিক বিদ্যালয় ও চরকাউয়া আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ শিক্ষার্থী মাস হিস্টেরিয়া রোগে আক্রান্ত হয়েছে।

সোমবার বেলা ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে রূপা, আম্বিয়া, সায়মা, কেয়া, তামান্না, হাদিস, জিসান, মুনিয়া, মীম, জান্নাতি, শাওন, চান মিয়া, ফেরদৌসি, স্বর্ণা, হাফিজা, নাসরিন, মীম, আমিনুল, রিমা, খুকুমনি, ফারজানা, ঝুমুর, মীম, মুনিয়া, রিমা, মাহামুদা, বিথি, সীমাসহ ৩১ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটে ভর্তি করা হয়।

বাকিদের অবস্থা তেমন খারাপ না হওয়ায় তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। অসুস্থ সবাই পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

চরকাউয়া নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক ও আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে একে একে তাদের বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষণ পর কয়েকজন অচেতন হয়ে পড়লে বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় অসুস্থ শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী মিম জানায়, হঠাৎ করে প্রচণ্ড মাথা ও পেট ব্যথা করায় অভিভাবকরা তাকে হাসপাতালে ভর্তি করেছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দাস রণবীর জানান, এটি মাস হিস্টেরিয়া রোগের লক্ষণ। এর কোনো নির্দিষ্ট কারণ নেই। অল্প সময়ের চিকিৎসায় তারা ভালো হয়ে যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *