সফল গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদের ‘খেয়াল পোকা’!

Prince Mahmud Albumসম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম : গতকাল ৩১ জানুয়ারী রাজধানীর বেইলি রোডের একটি রেস্টুরেন্ট-এ জি-সিরিজ ও রবির যৌথ উদ্যোগে ডিজিটালি প্রকাশিত হলো দেশের সফল গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ এর মিশ্র অ্যালবাম ‘খেয়াল পোকা’। এ সময়ে উপস্থিত ছিলেন রবি ভ্যাস ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার মোহাম্মদ হাসান ফয়সাল ও ম্যানেজার জ্যাকলিন এলিজাবেথ মজুমদার, কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ, শাহেদ, হাসান চৌধুরী, এফএসুমন, গীতিকার ও সুরকার আসিফ ইকবাল, এটিএন নিউজের সিইও মুন্নী সাহা, শফিক তুহিন, অ্যালবামের সকল কন্ঠশিল্পী এবং জি-সিরিজ ও অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভুঁইয়া।
প্রিন্স মাহমুদের কথা ও সুরে খেয়াল পোকা অ্যালবামে স্থান পাওয়া ৯ জন শিল্পীর নতুন গান শোনা যাচ্ছে রবি রেডিওজি -তে। এজন্য রবি গ্রাহকদেরকে ডায়াল করতে হবে ৪৮৭৮৭৭ নম্বরে।
‘খেয়াল পোকা’য় থাকছে একক ও দ্বৈত গান। অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন তাহসান, তপু, মাহাদি, কনা, এলিটা, ইমরান, মিনার, শামিম, ইভা ও নন্দিতা।
অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদের গানগুলো মূলত মেলোডিয়াস হয়। গানের কথা ও সুরে প্রাধান্য থাকে। ফলে শ্রোতারা একনাগাড়ে শুনে ফেলতে পারেন এগুলো।
prince mahmud swadesh১৯৯৫ সালে প্রকাশিত হয় প্রিন্স মাহমুদের সুর-সংগীতে প্রথম মিশ্র অ্যালবাম ‘শক্তি’। এরপর অনেক মিশ্র অ্যালবাম উপহার দিয়েছেন তিনি। দেশের প্রথম সারির সংগীতশিল্পীদের নিয়ে সাজানো এসব অ্যালবামের বেশিরভাগ গানই পেয়েছে তুমুল জনপ্রিয়তা। তার কথা ও সুরে প্রকাশিত মিশ্র অ্যালবামের সংখ্যা প্রায় অর্ধশত। এর মধ্যে উল্লেখযোগ্য ‘শক্তি’, ‘মা’, ‘শেষ দেখা’, ‘এখনো দুচোখে বন্যা’, ‘দেয়াল’, ‘দাগ’, ‘পিয়ানো’, ‘দেশে ভালোবাসা নাই’, ‘যন্ত্রণা’, ‘নির্বাচিতা’, ‘নিমন্ত্রণ’, ‘অপরাজিতা’, ‘কেয়া পাতার নৌকা’ প্রভৃতি।

জনপ্রিয় কন্ঠশিল্পী কনা ও ইমরান স্বদেশ নিউজ২৪.কমকে বলেন প্রিন্স মাহমুদ একজন সফল গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক তার এ্যালবাম অবশ্যই ভালো হয়। আর এই এ্যালবামটির সবগুলো গান খুব ভালো হয়েছে। শ্রোতারা গানগুলো শুনলেই বুঝতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *