একুশে বইমেলায় আরজে সাইমুরের ‘কন্ঠে বিশ্ব, হৃদয়ে স্বদেশ’ বই !

সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম: অমর একুশে গ্রন্থমেলায় রেডিও rj saimur bookস্বদেশ ডট নেট ও স্বদেশ নিউজ২৪.কমের চেয়ারম্যান আরজে সাইমুরের সম্পাদনায় ছোট গল্পের বই ‘কন্ঠে বিশ্ব, হৃদয়ে স্বদেশ’ ২১শে ফেব্রুয়ারী ২০১৬ সোহরাওয়ার্দী উদ্যানে বইটির মোড়ক উন্মোচন করা হবে। উক্তে মোড়ক উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন –আরজে সাইমুর, বাবিসাস সভাপতি আবুল হোসেন মজুমদার, রেডিও বিডিজোন সভাপতি এম. আরমান উজ জোহা,  বিশিষ্ট সঙ্গীত শিল্পী ধ্রুব, গীতিকার, সাংবাদিক ও ভক্ত এবং শুভাকাঙ্খীরা । বইমেলায় এটি আরজে সাইমুরের সম্পাদনায় প্রথম ছোট গল্পের বই। সারা বাংলাদেশ থেকে নির্বাচিত লেখকদের ৩২টি ছোট গল্প স্থান পেয়েছে। এ ছাড়াও পাঠকরা বইটিতে বিশেষ আকর্ষন হিসেবে পাবেন বৃদ্ধাশ্রম বিষয়ক লেখা, স্বদেশ প্রেম, বাস্তব জীবন ভিত্তিক গল্পসমূহ। বইটি প্রসঙ্গে স্বদেশ গ্রুপের চেয়ারম্যান  আরজে সাইমুর বলেন, ” (‘কন্ঠে বিশ্ব, হৃদয়ে স্বদেশ’) নিয়েই আমি সাহিত্যের অঙ্গনে পা রাখলাম, এই বইয়ে অনেক তরুণ ও সম্ভাবনাময় লেখকদের লেখা স্থান পেয়েছে। যদিও স্বদেশ গ্রুপ এর অফিসিয়াল ভেরিফাইড পেইজ এর মাধ্যমে দীর্ঘদিন ধরে অনলাইন রাইটারদেরকে লিখালিখির বিষয়ে উতসাহিত করা হচ্ছে, তবে স্বদেশ গ্রুপ বাবিসাস, বিনোদনধারা সহ সম্মিলিত মিডিয়া ফোরামগুলো প্রতি বছর বিভিন্ন এ্যাওয়ার্ড প্রদান, দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীদের কে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য অনুদান, শীতে দুস্থ ব্যক্তিদের শীতবস্র বিতরন সহ বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করায় ব্যস্ত থাকা হয়। গত বছর বেশ কিছু প্রথম সারির পেইজ মালিকরা অনলাইন রাইটারদের কাছ থেকে টাকা উঠিয়ে বই প্রকাশ করেন। যা অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু দু:খজনক হলেও সত্য বই প্রকাশের পর রাইটারদের টাকা নিয়ে বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়। বিষয়টি জানার পর রাইটারদের বই প্রকাশের স্বপ্নকে বাস্তবায়ন করতে আমি শত ব্যস্ততা থাকা স্বত্তেও স্বদেশ গ্রুপের পরিচালনার ভার কিছুটা মুক্তি পাই স্বদেশের আরেক পরিচালক এম. আরমান উজ জোহা কে দায়িত্ব দিয়ে। পরবর্তীতে এম. আরমান উজ জোহা রেডিওস্বদেশ ডট নেট এর পাশাপাশি দেশের শীর্ষ স্থানীয় আরো তিনটি পেইজ রেডিওমুন্না, জয়বিডি এবং এমপিএসজেড কে নিয়ে তৈরি করেন রেডিও বিডিজোন একটার পর একটা প্রতিযোগিতার মাধ্যমে তরুন ছেলেমেয়েদেরকে আটকে রাখলেন শিক্ষার আলোতে। নিজেদের খরচায় সেরা রাইটারদের কিছু লিখা নিয়ে বিনামূল্যে বই প্রকাশের মাধ্যমে তাদের স্বপ্ন পুরনের পদক্ষেপ নেয়া হলো। শুধু নিজেদের পেইজ এর নামে একাকী বই প্রকাশ এ ক্ষান্ত না থেকে নিজেদের পেইজের পাশাপাশি অন্য তিনটি পেইজ কেও বই প্রকাশের জন্য প্রদান করা হলো বিশাল অনুদান। এই প্রথম একযোগে রাইটারদের লিখা নিয়ে বিনামূল্যে প্রকাশিত হলো চারটা পেইজের নাম দিয়ে আলাদা চারটা বই। যা স্বদেশ গ্রুপের বিশেষ অবদান। বইটির সম্পাদক আরজে সাইমুর দীর্ঘ ৭ বছর ধরে মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন। প্রথমে রেডিও জকি, সাংবাদিকতা দিয়ে পেশা জীবন শুরু করলেও পাশাপাশি একজন সফল মিডিয়া অর্গানাইজার হিসেবে সুপরিচিতি পেয়েছেন। তার বাবা হাবিবুর রহমান ও মা শাহানা বেগম। বইটির মূল্য নির্ধারন করা  হয়েছে ৩০০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে মডার্ণ প্রকাশনীর ১১৫ নং স্টলে (সোহরাওয়ার্দী উদ্যান)। স্বদেশের সকল ভক্তদের জন্য বই মেলায় বইটি কেনার জন্য রয়েছে বিশেষ ছাড়।

আর সার্বিক সহযোগিতায় ধারা মাল্টিমিডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *