1. ccadminrafi@gmail.com : Writer Admin : Writer Admin
  2. 123junayedahmed@gmail.com : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর
  3. swadesh.tv24@gmail.com : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম
  4. swadeshnews24@gmail.com : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর: : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর:
  5. hamim_ovi@gmail.com : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান
  6. skhshadi@gmail.com : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান: : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান:
  7. srahmanbd@gmail.com : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান
  8. sumaiyaislamtisha19@gmail.com : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান
‘গুম-খুনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলুন’ - Swadeshnews24.com
শিরোনাম
আয় বাড়লেও সাউথইস্ট ব্যাংকের মুনাফা কমেছে সাড়ে ৩৭% মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ, পানি সংকট চরমে মিরসরাইয়ে এসএসসিতে পাশের হার ৮৮.৩১%, দাখিলে ৮৩.৫৬% ম্যাচ শেষ হতেই সাকিবের ব্যাটিং অনুশীলন মায়ের কথা বলতে গিয়ে কাঁদলেন মেহজাবীন, তাহসান বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন ঈদের পর শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে যা বললেন মন্ত্রী শতভাগ পাশের শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ৬১৪টি ওবায়দুল কাদেরের ভাগনেসহ দুজনের মনোনয়নপত্র প্রত্যাহার বিএনপি এখন অদৃশ্য শক্তির ওপর নির্ভর হয়ে পড়ছে: পররাষ্ট্রমন্ত্রী শাকিব খানের ‘তুফান’ নিয়ে সমালোচনার জবাব দিলেন মিম রাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৩ ডোনাল্ড লু আসছেন শুনেই বিএনপি ক্ষমতার স্বপ্নে বিভোর: ওবায়দুল কাদের এবার ইসরাইলে সরকার পতনের ডাক টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

‘গুম-খুনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলুন’

  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪
  • ১৮৫ Time View

41188_f3গুম-খুনের প্রতিবাদে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্টজনরা বলেছেন, রাষ্ট্রীয় কোন বাহিনী যদি কাউকে গুম-অপহরণ করে তাহলে তার ফিরে আসা কঠিন হয়ে দাঁড়ায়। তবে সরকার এ ধরনের যত অপরাধই করুক না কেন একদিন না একদিন এর বিচার হবেই। একই সঙ্গে গুম-খুনের বিরুদ্ধে দেশব্যাপী গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা। এদিকে গুম হওয়া পরিবারের স্বজনরা বলেছেন, দেশে যদি রাজনীতি করা অপরাধ হয় তাহলে সরকার আইন করে তা বন্ধ করে দিতে পারে। এতে আর কোন মাকে তার সন্তানের অপেক্ষায় মাসের পর মাস পথ চেয়ে কাঁদতে হবে না। কারণ প্রতিদিনের কান্নার চেয়ে একদিন কান্না ভাল। আগামী কোরবানির ঈদের আগে সরকারের কাছে গুম হওয়াদের ফিরিয়ে দেয়ার আহ্বান জানান তারা। গতকাল রাজধানীর ব্র্যাক-সেন্টার ইন-এ ‘ইয়ুথ মুভমেন্ট অব ডেমোক্রেসি’ আয়োজিত ‘বিচারবহির্ভূত হত্যা ও গুম-খুনের প্রতিবাদে’ গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তৃতায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেন, গুম-খুন শুধু শিকার হওয়া পরিবারের মধ্যেই সীমাবদ্ধ নেই, সারা দেশেই এই আতঙ্কের পরিস্থিতি ছড়িয়ে পড়েছে। মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে। তিনি বলেন, যারা স্বজন হারিয়েছেন তাদের মনে রাখতে হবে, একদিকে যেমন শোক প্রকাশ করবেন অন্যদিকে শোককে শক্তিতে পরিণত করতে হবে। বর্তমান পরিস্থিতির উদ্ভবের কারণ ব্যাখ্যা করে ড. আকবর আলি বলেন, বাংলাদেশ ক্রমাগত মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে  সরে যাচ্ছে। আমাদের মুক্তিযুদ্ধের চারটি চেতনা ছিল- গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও বাংলাদেশী জাতীয়তাবাদ। এই চারটির মধ্যে মূল স্তম্ভ ছিল গণতন্ত্র। কিন্তু বর্তমানে আমাদের দেশে গণতন্ত্র চর্চা একেবারেই অনুপস্থিত। আজ বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে কোন গণতান্ত্রিক রাষ্ট্রে এসব ঘটনা ঘটার কথা নয়। তিনি বলেন, সাংবিধানিক কোন পদে দায়িত্ব গ্রহণের সময় সবাইকেই শপথ নিতে হয় অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোন সিদ্ধান্ত নিতে পারবেন না। একটি গণতান্ত্রিক দেশে প্রশাসনযন্ত্র কিভাবে বিচারবহির্র্ভূত হত্যাকাণ্ড ঘটাচ্ছে- তা আমার বোধগম্য নয়। হরতালের সমাধান দিয়ে তিনি বলেন, সবাই হরতালের সমাধান খোঁজার চেষ্টা করছেন। হরতালের সমাধান করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। সংবিধানে রেফারেন্ডাম (গণভোট) ও রিকলের বিধান সংযোজন করতে হবে। গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে হরতাল প্রয়োজন আছে কি না। আমি মনে করি না হরতালের প্রয়োজন রয়েছে। বর্তমান সমস্যা থেকে উত্তরণের পথ সম্পর্কে আকবর আলি খান বলেন, বাংলাদেশের গণতন্ত্র ব্যর্থ হয়নি। আজকের সমস্যা সমাধান করতে হলে গণতন্ত্র রক্ষার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই এ ধরনের অপরাধ ঠেকানো যাবে। বর্তমানে সরকার যত অপরাধই করুক না কেন একদিন না একদিন এর বিচার  হবে। গুম-খুনের বিরুদ্ধে সবাইকে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে হবে। সংবিধানের ত্রুটিগুলো দূর করতে হবে। রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্রের চর্চা করতে হবে। তাহলেই এ ধরনের সমস্যা থেকে বের হওয়া সম্ভব হবে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফর উল্লাহ চৌধুরী বলেন, যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ হয়েছিল সেই স্বপ্ন স্বাধীনতার পরই ভেঙে গেছে। কারণ, মুক্তিযুদ্ধের সময় যে শেখ মুজিবুর রহমানকে আমরা মহান নেতা হিসেবে মেনেছিলাম। যার নামে আমরা যুদ্ধ করেছিলাম তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন অনুপস্থিত ছিলেন। ফলে তিনি বাঙালির আশা-আকাঙ্ক্ষা উপলব্ধি করতে পারেননি। তিনি বলেন, আজকে যারা নিখোঁজ স্বজনদের ছবি গলায় ঝুলিয়ে এখানে বসে আছেন, তাদের কষ্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কষ্টের মিল নেই। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান সরকার গুম-খুনের জবাব দেয়ার প্রয়োজনই মনে করছে না। সরকারকে বাধ্য করতে হবে এর জবাব দিতে। যারাই এ ধরনের মানবতা বিরোধী অপরাধ করবে তাদেরকেই কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। এ আন্দোলন বিশেষ কোন দল বা সরকারের বিরুদ্ধে নয়। কারণ এখানে মানবতার প্রশ্ন জড়িত। মানবতাই যদি না থাকে, গণতন্ত্র আসে কোথা থেকে? সাংবাদিক মাহফুজ উল্লাহ বলেন, ১৯৭১ সালে আমরা যখন সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশ স্বাধীন করেছিলাম, তখন চিন্তাও করতে পারিনি ৪৩ বছর পরে এসে আজ এমন একটা অনুষ্ঠানে আমাকে বক্তব্য দিতে হবে। তিনি বলেন, আজ যারা নিখোঁজ স্বজনদের ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছেন তাদের বুঝতে হবে এভাবে যারা তুলে নিয়ে যায়, একেবারে শেষ করে ফেলার জন্যই নেয়। সুতরাং হাসপাতাল, মর্গ, থানা বা জেলখানায় খোঁজাখুঁজি করে কোন লাভ হবে না। কথাগুলো শুনতে নির্মম হলেও এটিই সত্য। অনুষ্ঠানে বক্তব্য পর্বের শেষে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন ড. আকবর আলি খান। গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ুথ মুভমেন্ট ফর ডেমোক্রেসির আহ্বায়ক শামা ওবায়েদ।
‘অন্তত লাশটা ফিরিয়ে দিন’
অনুষ্ঠানের শুরুতে গুম হওয়া পরিবারের স্বজনরা আবেগঘন বক্তব্য রাখেন। তাদের সন্তানরা পিতার ছবি বুকে জড়িয়ে অনুষ্ঠানে উপস্থিত হন। স্বজনদের কান্নায় হলরুমের পরিবেশ ভারি হয়ে ওঠে। পিনপতন নীরবতা নেমে আসে পুরো অনুষ্ঠানস্থলে। এসময় অনুষ্ঠানের অতিথি ও উপস্থিত সাংবাদিকরাও চোখের অশ্রু সংবরণ করতে পারেননি। গুম হওয়া সূত্রাপুর থানা ছাত্রদল সভাপতি সেলিম রেজা পিন্টুর বোন রেহেনা বানু মুন্নী কান্নাজড়িত কণ্ঠে বলেন, কোথাও অজ্ঞাত লাশের খবর পেলেই আমরা ছুটে যায় ভাইয়ের সন্ধানে। আমরা রাতে ঘুমাতে পারি না। আমার মা প্রতি রাতেই অপেক্ষায় থাকেন- এই বুঝি ছেলে এসে দরজা খোলার জন্য ডাকবেন। তিনি বলেন, দেশে রাজনীতি করা যদি অপরাধ হয় তাহলে আইন করে তা বন্ধ করে দিন। যাতে আর কোন মাকে তার ছেলের অপেক্ষায় থাকতে না হয়। ৭৯নং ওয়ার্ড ছাত্রদল নেতা খালিদ হাসানের স্ত্রী সৈয়দা শাম্মী সুলতানা বলেন, আমি সন্তানের আবদার পূরণ করতে পারি না। সে তার বাবার অপেক্ষায় থাকে। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আগামী কোরবানির ঈদের আগে আমার স্বামীকে ফিরিয়ে দিন। আমার সন্তানের বাবা ডাকার অধিকার ফিরিয়ে দিন। ছাত্রদল নেতা মাহবুব হাসান সুজনের ছোট ভাই জায়েদ খান বলেন, মানুষ মারা গেলে কবর দেয়া হয়। আজ ১০ মাস হলো আমার ভাইয়ের কোন খোঁজ পাচ্ছি না। বাবা-মাকে কোনভাবেই সান্ত্বনা দিতে পারি না। নিখোঁজ সাজেদুল ইসলাম সুমনের বড় বোন মারুফা ইসলাম ফেরদৌসী বলেন, আমার ভাইয়ের বড় ছেলেটি কাঁদতে কাঁদতে ভারসাম্যহীন হয়ে গেছে। ছোট ছেলেটি প্রতিনিয়ত কান্নাকাটি করে বলে, আল্লাহ আমার বাবাকে ফিরিয়ে দিন। ১০ মাস ধরে আমাদের বাড়িটি যেন এক মৃত্যুপুরী হয়ে আছে। আসাদুজ্জামান রানার বোন মিনারা বলেন, আমার ভাই আমার বাসায় থেকে পড়াশোনা করতো। গ্রামের বাড়ি আমার বাবা-মা সবসময় ছেলের কাপড়-চোপড় জড়িয়ে ধরে কান্নাকাটি করেন। তাদের কোন জবাব দিতে পারি না। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ- আমার ভাইকে ফিরিয়ে দিন। নিখোঁজ মো. জহিরের মা হোসনে আরা বেগম বলেন, সরকারের কাছে টাকা-পয়সা কিছুই চাই না। অন্তত আমার ছেলের লাশটা হলেও ফিরিয়ে দিন। নিখোঁজ সোহেলের বাবা শামসুর রহমান বলেন, আমার ছেলে তার সন্তানের জন্মদিনের ফুল আনতে গিয়ে শাহবাগ থেকে নিখোঁজ হন। প্রধানমন্ত্রীর কাছে ছেলের প্রাণভিক্ষা চাচ্ছি। আগামী কোরবানির ঈদের আগে আমার ছেলেকে ফিরিয়ে দিন। নিখোঁজ ছাত্রদল নেতা চঞ্চলের বড়ভাই আনোয়ার হোসেন বলেন, যারা মারা যায় তাদের স্বজনরা কাঁদেন একদিন। আর আমরা প্রতিদিনই কাঁদি। আমার ভাইয়ের লাশটা হলেও ফিরিয়ে দিন। প্রতিদিন কাঁদার চেয়ে একদিন কাঁদা ভাল। এছাড়া গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়া ২৫ জনের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020 SwadeshNews24
Site Customized By NewsTech.Com