চট্টগ্রামের মিরসরাইয়ে একটি ট্রাক থেকে ইয়াবা উদ্ধারের ঘটনায় এসআই বদরুদ্দোজাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
প্রাথমিক তদন্তে ইয়াবা পাচারের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন মিরসরাই থানার ওসি সাইরুল ইসলাম।
তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে ইয়াবা পাচারের সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি।
মিরসরাইয়ের নিজামপুরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার গভীর রাতে বাসার ফার্নিচার বহনকারী একটি ট্রাকের ফাইল কেবিনেট থেকে ২৯ হাজার দুইশ’ ৮৫টি ইয়াবা উদ্ধার করে র্যাব।
ওই কেবিনেট থেকে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ থেকে চট্টগ্রাম নগর পুলিশে বদলি হয়ে আসা এসআই বদরুদ্দোজার নাম, বিপি নম্বর ও মোবাইল নম্বরসহ সিল লাগানো একটি ডায়েরি উদ্ধার করা হয়। এছাড়াও চালকের কাছ থেকেও বদরুদ্দোজার ভিজিটিং কার্ড পাওয়া যায়।
এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে চালক ও সহকারীকে আসামি করে মিরসরাই থানায় একটি মাদক আইনে মামলা করা হয়েছিল।